Jammu: ফিরল পুলওয়ামার স্মৃতি, সিআইএসএফ ভর্তি গাড়িতে হামলা জঙ্গিদের

বড়সড় জঙ্গি হামলায় কেঁপে উঠল কাশ্মীর (Kashmir) উপত্যকা। রীতিমতো পুলওয়ামা হামলার ছায়া পড়ল জম্মুতে। জানা গিয়েছে, শুক্রবার ভোরে জম্মুতে একটি বাসে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের সিআইএসএফ-এর ১৫ জন সদস্যের ওপর অকস্মাৎ হামলা চালায় জঙ্গিরা।

সূত্র মারফত খবর, সকাল ৪.২৫ নাগাদ জম্মুর (Jammu) চাড্ডা ক্যাম্পের কাছে এই ঘটনাটি ঘটে যখন কর্মকর্তারা সকালের শিফটের কাজে যাচ্ছিলেন। এক সেনা কর্তা জানিয়েছেন, “সিআইএসএফ এই হামলা প্রতিহত করেছে, কার্যকরভাবে প্রতিশোধ নিয়েছে এবং জঙ্গিদের ঘটনাস্থল থেকে পলায়ন করতে বাধ্য করেছে। যদিও সিআইএসএফ-এর এক এএসআই শহীদ হয়েছেন এবং আরও দু’জন আহত হয়েছেন।”

   

এদিকে এই ঘটনাটি ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় জঙ্গি হামলার স্মৃতি ফিরিয়ে এনেছে, যেখানে ৪০ জন সিআরপিএফ জওয়ান শহীদ হয়েছিলেন। পুলওয়ামায় জম্মু-শ্রীনগর হাইওয়েতে সিআরপিএফ-এর একটি বাসকে লক্ষ্য করে জৈশ-ই-মহম্মদের (জেইএম) আত্মঘাতী বোমা নিক্ষেপ করে। পুলওয়ামা হামলার পরপরই ভারতীয় বায়ুসেনা ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে জঙ্গি শিবিরগুলিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন