J&K: টার্গেট কিলিংয়ের মাঝেই বদলি একাধিক কাশ্মীরি পণ্ডিত

বিগত কয়েকদিন ধরে জঙ্গিদের টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন কাশ্মীরি পণ্ডিতের মৃত্যু অবধি হয়েছে। নিরাপত্তার দাবিতে শয়ে শয়ে মানুষ রাস্তায় প্রতিবাদের জন্যেও নেমেছিলেন। এরই মাঝে জম্মু-কাশ্মীরে টার্গেট কিলিং-এর মধ্যেই কাশ্মীরি পণ্ডিতদের নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে স্থানীয় সরকার। শ্রীনগরের বিভিন্ন এলাকায় নিযুক্ত কাশ্মীরি পণ্ডিতদের জেলা সদরে স্থানান্তরিত ও থাকার ব্যবস্থা করা হয়েছে। শ্রীনগরের চিফ এডুকেশন অফিসারের দেওয়া চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

Advertisements

উল্লেখ্য, শুক্রবার উচ্চপর্যায়ের বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ছাড়াও এনএসএ ডোভাল, জম্মু ও কাশ্মীরের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ দিলবাগ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ডিরেক্টর জেনারেল কুলদীপ সিং এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের প্রধান পঙ্কজ সিং এই বৈঠকে উপস্থিত ছিলেন।

Advertisements

বলা হচ্ছে, উপত্যকা থেকে কাশ্মীরি পণ্ডিতদের দেশত্যাগের মধ্যে তাঁদের নিরাপত্তা বোধ দিতেই সরকারের তরফে এই পদক্ষেপ করা হয়েছে। আসুন জেনে নিই যে কাশ্মীরি পণ্ডিতদের হত্যা নিয়ে মানুষের মধ্যে প্রচুর ক্ষোভ রয়েছে। সম্প্রতি ওই ব্যাঙ্কে ঢুকে রাজস্থানের এক যুবককে গুলি করে খুন করে সন্ত্রাসবাদীরা। এর আগে, কুলগাম জেলার একটি স্কুলে রজনী বালা নামে এক শিক্ষিকাকে জঙ্গিরা হত্যা করেছিল।