চাকরির বদলে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ায় এইডসে আক্রান্ত একাধিক মহিলা

চরম আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছে দক্ষিণ আফ্রিকার দেশ জিম্বাবোয়ে। বেকারত্ব চরম সীমায় পৌঁছেছে। দক্ষিণ আফ্রিকার দেশ জিম্বাবুয়ে বছরের পর বছর ধরে চরম দারিদ্র্য ও বেকারত্বের…

চরম আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছে দক্ষিণ আফ্রিকার দেশ জিম্বাবোয়ে। বেকারত্ব চরম সীমায় পৌঁছেছে। দক্ষিণ আফ্রিকার দেশ জিম্বাবুয়ে বছরের পর বছর ধরে চরম দারিদ্র্য ও বেকারত্বের সঙ্গে লড়াই করে আসছে। দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ বেকার। হতাশ হয়ে তরুণরা ঘুষ হিসেবে কিছু টাকা দিয়ে নিম্নস্তরের চাকরি করতে বাধ্য হচ্ছে।

এদিকে মেয়েদের চাকরি পাওয়ার আগে চাকরিদাতার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা হচ্ছে, যার জেরে এইডসের মতো মারাত্মক রোগের শিকার হচ্ছেন অনেক মেয়েই। নরম্যান চিসুঙ্গা এমন কয়েকজন যুবকের মধ্যে একজন যারা ২০১৯ সালের ফেব্রুয়ারিতে চাকরির সন্ধানে তার গ্রাম ছেড়ে রাজধানী হারারেতে তার কাকার কাছে পৌঁছেছিল। তাদের একটা চাকরির খুব দরকার ছিল। তার কাকা রাজধানীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর মাব্রেতে একজন ব্যবসায়ী।

২৪ বছর বয়সী চিসুঙ্গা বলেন, ‘২০১৭ সালে তার হাই স্কুল ডিপ্লোমা পাশ করেছি আমি যে কোনও ধরনের কাজ করতে চেয়েছিলাম, কিন্তু কোথাও কোনও কাজ ছিল না।’ চিসুঙ্গার মতো জিম্বাবুয়ের প্রতিটি তরুণ চাকরি খুঁজছে কিন্তু কেউ কোনো কাজ পাচ্ছে না। দেশের ১ কোটি ৪০ লাখ মানুষের অধিকাংশই জীবিকার তাগিদে কোনো না কোনো অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, কারণ দেশে মানুষ কোনো কাজ পাচ্ছে না।