প্যানের সঙ্গে আধারের লিঙ্ক না করালেই গুনতে হবে মোটা জরিমানা

আপনি কি এখনও প্যান আধার লিঙ্ক করাননি? তাহলে শীঘ্রই করে নিন। জানা গিয়েছে, আধারের সঙ্গে প্যান- কার্ড লিঙ্ক করার শেষ তারিখ শেষ হচ্ছে ৩০ জুন।…

আপনি কি এখনও প্যান আধার লিঙ্ক করাননি? তাহলে শীঘ্রই করে নিন। জানা গিয়েছে, আধারের সঙ্গে প্যান- কার্ড লিঙ্ক করার শেষ তারিখ শেষ হচ্ছে ৩০ জুন। এর আগে ২০২২ সালের ৩১ মার্চ শেষ তারিখ নির্ধারণ করা হলেও ৫০০ টাকা জরিমানার সঙ্গে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার তারিখ বাড়িয়ে ৩০ জুন করা হয়। এর পরেও যদি কোনও প্যান কার্ড হোল্ডার তাঁর আধার প্যানের সঙ্গে লিঙ্ক না করেন, তাহলে এই কাজ করার জন্য তাঁকে ১০০০ টাকা জরিমানা দিতে হবে বলে খবর।

আয়কর আইনের ২৩৪এইচ ধারা অনুযায়ী, ২০২৩ সালের ৩১ মার্চের মধ্যে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করলে ১,০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। তবে, আপনার প্যান কার্ডটি এক বছর অর্থাৎ ২০২৩ সালের মার্চ পর্যন্ত কাজ চালিয়ে যাবে। এর জেরে ২০২২-২৩ সালের আইটিআর ফাইল করা ও রিফান্ড করার প্রক্রিয়ায় কাউকে কোনও অসুবিধায় পড়তে হবে না।

সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) ৩১ শে মার্চ, ২০২২ এর পরে এবং ৩০ শে জুন, ২০২২ এর আগে আধারের সাথে প্যান লিঙ্ক করার জন্য ৫০০ টাকা দেরী জরিমানা নির্ধারণ করেছে। ৩০ জুনের পর এই পরিমাণ দ্বিগুণ করা হবে এবং আধারের সঙ্গে প্যান লিঙ্ক করতে হলে ১০ টাকা দেরিতে জরিমানা দিতে হবে।