MGNREGA: ১০০ দিন নয়, মোদী সরকার মাত্র ৫০দিন কাজ দিয়েছে: রিপোর্ট

দরিদ্র মানুষকে কাজের নিশ্চয়তা দিতে চালু করা হয়েছিল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প (MGNREGA) বা ১০০ দিনের কাজ কর্মসূচি। পরবর্তী ক্ষেত্রে সংসদীয় কমিটি…

MGNREGA

দরিদ্র মানুষকে কাজের নিশ্চয়তা দিতে চালু করা হয়েছিল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প (MGNREGA) বা ১০০ দিনের কাজ কর্মসূচি। পরবর্তী ক্ষেত্রে সংসদীয় কমিটি এই প্রকল্পে ১৫০ দিন কাজ দেওয়ার সুপারিশ করে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ১০০ দিন কাজ দেওয়া তো দূর অস্ত, এই প্রকল্পে মানুষ কাজ পেয়েছে ৫০ দিনেরও কম।

বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সামাজিক সুরক্ষার এই প্রকল্পটিতে নিয়মিত বরাদ্দ কমিয়েছে। বরাদ্দ কমার কারণেই কমেছে কাজের দিন সংখ্যা।

২০২১-২২ আর্থিক বছরের পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, এই প্রকল্পে গ্রামীণ এলাকায় প্রতিটি পরিবার গড়ে ৫০ দিন মত কাজ পেয়েছে। সংসদীয় কমিটি ইতিমধ্যেই কাজের দিন বাড়ানোর কথা বলেছে। কিন্তু বর্তমানের নির্দিষ্ট লক্ষ্যমাত্রাই পূরণ করতে পারছে না মোদী সরকার। ।বিজেপি সরকার মাত্র অর্ধেক দিন কাজ দিয়ে হাত ধুয়ে ফেলেছে।

সাধারণত এই প্রকল্পে যে পরিমাণ বাজেট বরাদ্দ থাকে পরবর্তী ক্ষেত্রে তা বাড়ানো হয়। করোনাজনিত পরিস্থিতিতে গ্রামীণ মানুষের আর্থিক দুরবস্থা চরমে উঠেছে। এই অবস্থায় কাজের দিন সংখ্যা বাড়লে সাধারণ মানুষের আয় কিছুটা হলেও বাড়ত। কিন্তু দিনসংখ্যা বাড়ানো তো দূরের কথা, নির্ধারিত দিনের অর্ধেক দিন কাজ পেয়েছে মানুষ।

Advertisements

২০২০-২১ অর্থবর্ষের তুলনায় ২০২১-২২ অর্থবছরে কাজ পাওয়া পরিবারের সংখ্যাও কমেছে। পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, ২০২০-২১ অর্থবর্ষে এই প্রকল্পে দেশের ৭ কোটি ৫০ লক্ষ পরিবার কাজ করেছিল। কিন্তু ২০২১-২২ অর্থবর্ষে পরিবারের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭ কোটি ২০ লক্ষ। ২০২০-২১ অর্থবর্ষের তুলনায় ২০২১-২২ অর্থবর্ষে ৭ শতাংশ কর্মদিবস কমেছে।

অথচ বাস্তব পরিস্থিতি বলছে, করোনার কারণে গ্রামীণ এলাকায় এই প্রকল্পের কাজের চাহিদা বেড়েছে। কারণ বিভিন্ন রাজ্যে যাওয়া শ্রমিকরা করোনার কারণে সকলেই নিজেদের বাড়ি ফিরে এসেছিলেন। পরবর্তী ক্ষেত্রে তাঁরা সকলেই এখনও পুরনো কর্মস্থলে গিয়ে উঠতে পারেননি। মোদী সরকার একাধিকবার পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছিল। কিন্তু বাস্তবে তার কিছুই হয়নি এই পরিসংখ্যানে সেটা স্পষ্ট।