বিরোধী শিবিরের সঙ্গে আলোচনা হয়নি, দ্রৌপদী মুর্মুকে সমর্থন মায়াবতীর

সময় যতই এগিয়ে আসছে ততই বদলাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের অঙ্ক। ফাটল ক্রমশ বড় হচ্ছে বিরোধী শিবিরে। এবার রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থনের…

সময় যতই এগিয়ে আসছে ততই বদলাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের অঙ্ক। ফাটল ক্রমশ বড় হচ্ছে বিরোধী শিবিরে। এবার রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থনের কথা ঘোষণা করলেন বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী। যা বিরোধী শিবিরের জন্য বড় ধাক্কা মনে করছে রাজনৈতিক মহল।

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মায়াবতী বলেন, আমরা রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করব ঠিক করেছি। এখানে বিজেপিকে সমর্থনের বিষয় আসছে না। এমনকি এনডিএকেও সমর্থনের বিষয় আসছে না। আমরা আমাদের দলের পক্ষ থেকেই এই পদক্ষেপ নিয়েছি।

একইসঙ্গে মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে মায়াবতী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হাতে গোনা কিছু দলকে নিয়ে বৈঠক ডেকেছিলেন। শরদ পাওয়ার আলোচনার জন্য বিএসপিকে ডাকেনি। কোনও আলোচনা ছাড়াই সর্বসম্মতিক্রমে বিরোধী প্রার্থী নির্বাচিত করা হয়েছে। তিনি আরও বলেন, শুরু থেকেই দলিতদের সঙ্গে রয়েছে বিএসপি। আমরা এমন কোনও দল নই যারা বিজেপি অথবা কংগ্রেসকে অনুসরন করে৷ আমরা আদিবাসীদের সমর্থনেই বারবার সরব হয়েছি। তাই এখন নিরপেক্ষভাবে দ্রৌপদী মুর্মুকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়েছেম

এতে বিরোধী শিবিরে চাপ আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ কারণ, এনডিএ শিবিরে ভোটের হার ৪৮ শতাংশের কাছাকাছি। দ্রৌপদী মুর্মুকে সমর্থনের কথা জানিয়েছে বিজু জনতা দল ও ওয়াইএসআর কংগ্রেস। ওদিকে প্রাক্তন রাজ্যপালের সমর্থনে এগিয়ে আসতে পারে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। এমন জল্পনার মধ্যে মায়াবতীর সরাসরি সমর্থন, বিরোধী শিবিরের ফাটলকে আরও স্পষ্ট করেছে।

রাজনৈতিক মহলের ধারণা, এই দলগুলির সমর্থন পেলে প্রতিভা পাতিলের পর আনায়াসে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারেন মহিলা পদপ্রার্থী।