সপ্তাহের প্রথম দিনে ভয়াবহ আগুন। সোমবার সকালে ভয়াবহ আগুন লাগে দিল্লির এইমসে (AIIMS Delhi)। মুহুর্তের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্ত্বরে। জানা যাচ্ছে দিল্লির এইমসের জুরুরী বিভাগে আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার সকাল ১১:৫৪ নাগাদ হাসপাতালের জরুরী বিভাগে আগুন লাগে। ঘটনাস্থলে দ্রুত ৬ টি দমকলের ইঞ্জিন পাঠানো হয় আগুন নিয়ন্ত্রণে আনতে।
দিল্লির এইমসের সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে সোমবার সকালে আগুন লাগে হাসপাতালের এন্ডোস্কোপির ঘরে। এই এন্ডোস্কোপি রুম রয়েছে পুরনো ওপিডি বিল্ডিঙ্গের তিন তলায়। এমসের তরফে জানানো হয়েছে যে সমস্ত রোগীকে নিরাপদে হাসপাতাল থেকে বার করে আনা হয়েছে।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আগুন নিয়েন্ত্রণে আনা গিয়েছে। জানা যাচ্ছে যে জুরুরী ওয়ার্ডে (emergency ward) আগুন সম্পর্কে জুরুরী কল আসে। সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হয়। সমস্ত রোগী এবং অন্যান্য স্টাফদের নিরাপদে সরিয়ে নিয়ে আসা হয়। জুরুরী ওয়ার্ডে কল পায় সকাল ১১:৫৪ নাগাদ।
এইমস তার স্টেট্মেন্টে জানিয়েছে, “আগুন এখন নিয়ন্ত্রণে। ডিরেক্টর ঘটনাস্থলে সবকিছু খতিয়ে দেখতে পৌঁছেছেন।” দমকল বিভাগের তরফ থেকে জানানো হয়, “ওল্ড রাজকুমারী ওপিডি বিল্ডিং-এর তিন তলায় আগুন লাগে। দমকলের ইঞ্জিন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনও তল্লাশি অভিযান চলছে।” দিল্লির এইমসে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। সকলেই নিরাপদে রয়েছেন।