Rahul Gandhi: সংসদে মণিপুর ইস্যুতে মোদীকে ‘ঘৃণার পরাজয়…’ বার্তা দেবেন রাহুল গান্ধী

ঘৃণার বিরুদ্ধে ভালোবাসার জয় হবে এমনই দাবি করেছিল কংগ্রেস। সুপ্রিম কোর্টের নির্দেশে সোমবার রাহুল গান্ধী (Rahul Gabdhi) সাংসদ পদ ফিরে পাওয়ার পর দেশজুড়ে শুরু কংগ্রেসের…

ঘৃণার বিরুদ্ধে ভালোবাসার জয় হবে এমনই দাবি করেছিল কংগ্রেস। সুপ্রিম কোর্টের নির্দেশে সোমবার রাহুল গান্ধী (Rahul Gabdhi) সাংসদ পদ ফিরে পাওয়ার পর দেশজুড়ে শুরু কংগ্রেসের উল্লাস। কংগ্রেস বলছে, ঘৃণার পরাজয়। দিল্লি এআইসিসি দফতরের পাশাপাশি বিভিন্ন রাজ্যের প্রদেশ কংগ্রেস অফিসগুলিতে চলছে মিষ্টি খাওয়ানোর পালা। পিটিআই জানাচ্ছে সাংসদ রাহল গান্ধী সংসদ অধিবেশনে যোগ দেবেন। তিনি INDIA জোটের তরফে আনা অনাস্থা আলোচনায় অংশ নেবেন।

ক্ষমতাসীন NDA জোটের বিরুদ্ধে এই অনাস্থা এনেছে বিরোধীদের INDIA জোট। বিজেপি শাসিত মণিপুরে রক্তাক্ত জাতি সংঘর্ষ নিয়ে প্রধানমন্ত্রী মোদী কেন সংসদে নীরব? তাঁকে সংসদে বিবৃতি দিতে হবে। এই কারণে পরাজয় নিশ্চিত জেনেও মোদীকে সংসদে এনে বিবৃতি দেওয়াতে অনাস্থা এনেছে কংগ্রেস। তাতে সায় বিরোধীদের। নিয়মানুসারে ভোটাভুটির আগে আলোচনার সময় মোদীকে মণিপুর নিয়ে প্রশ্নের মুখে জবাব দিতে হবে

   

পিটিআই জানাচ্ছে, কংগ্রেস সূত্রে খবর অনাস্থার আলোচনায় অংশ নেবেন রাহুল গান্ধী। তিনি আগেই মণিপুর পরিদর্শন করে এসেছেন। অথচ প্রধানমন্ত্রী রক্তাক্ত মণিপুর যাননি। সে রাজ্যে চলছে বিজেপির সরকার। আলোচনায় অংশ নিয়ে মণিপুরের রক্তাক্ত জাতিসংঘর্ষ ইস্যুতে রাহুল গান্ধী ঘৃণার বিরুদ্ধে ভালবাসার জয় বলবেন।

সাংসদ পদ ফিরে পাওয়ার পর নিজের বাংলো ফেরত পাবেন রাহুল গান্ধী। তিনি এতদিন মা সোনিয়া গান্ধীর সাংসদ আবাসে ছিলেন। তাঁর বাংলো ফেরত পেতে নিয়মানুসারে আবেদন করবে কংগ্রেস। কেরলের ওয়ানাড কেন্দ্রের সাংসদ রাহুল গান্ধী। তিনি নিজ কেন্দ্রে যাবেন দ্রুত। গত লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে সিপিআই প্রার্থীকে হারিয়ে জয়ী হন রাহুল।