Mumbai: ভয়াবহ অগ্নিকাণ্ড আবাসনে, ঝলসে গেল ৬টি প্রাণ

ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল মুম্বই (Mumbai)। এক উঁচু আবাসনে অগ্নিকাণ্ডের (Massive fire) জেরে ঝলসে গেলেন ৬ জন। এছাড়া আহত হয়েছেন ১৫ জন। যদিও আহত ও…

ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল মুম্বই (Mumbai)। এক উঁচু আবাসনে অগ্নিকাণ্ডের (Massive fire) জেরে ঝলসে গেলেন ৬ জন। এছাড়া আহত হয়েছেন ১৫ জন। যদিও আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের টারডিও এরিয়ার কমলা আবাসনের ১৮ তলায়। আগুনের কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকায়।

মুম্বই-এর মেয়র কিশোরী পেডনেকর (Kishori Pednekar) সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে ছয় জন বয়স্ক ব্যক্তির অক্সিজেন সহায়তা প্রয়োজন এবং তাদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে রয়েছে তবে বিশাল ধোঁয়ার সৃষ্টি হয়েছে। সময়ের মধ্যে সমস্ত মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে”।

তিনি আরও বলেন যে, ‘রিলায়েন্স এবং ওখার্ট হাসপাতাল সকালে আক্রান্তদের ভর্তি করার কথা অস্বীকার করেছিল। আমরা এই বিষয়ে অনুসন্ধান করব।’ ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাজির হয় দমকলের ১৫টি ইঞ্জিন। এরপর যুদ্ধ তৎপরতায় চলে উদ্ধারকার্য।

এদিকে বিজেপি নেত্রী প্রীতি গান্ধী (Prity Gandhi) এই ঘটনার একটি ভিডিও ক্লিপ টুইটারে শেয়ার করে বলেছেন, “যথারীতি অজুহাত দেওয়া হবে, স্কেচি কারণ দেওয়া হবে এবং জীবন নিজের মতো চলবে। যদি শহরটিকে টিকে থাকতে হয় তবে সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল প্রয়োজন। একজন মুম্বইকর হিসাবে এই ঘটনায় আমি যথেষ্ট মর্মাহত।’