Coronavirus Omicron variant in India: সামান্য কমল করোনার সংক্রমণ, কমল মৃতের সংখ্যাও

পরপর বেশ কয়েকদিন নিয়মিত আক্রান্তের সংখ্যা বাড়ার পর শনিবার সকালে সামান্য হলেও কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন থেকে জানা গিয়েছে, গত ২৪…

Coronavirus india

পরপর বেশ কয়েকদিন নিয়মিত আক্রান্তের সংখ্যা বাড়ার পর শনিবার সকালে সামান্য হলেও কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন থেকে জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৭ হাজার ৭০৪ জন। শুক্রবারের তুলনায় এই সংখ্যাটা প্রায় ১০ হাজার কম। তবে সাধারণ কোভিড আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও হঠাৎ করেই ওমিক্রন আক্রান্তের সংখ্যা লাফিয়ে বেড়েছে। শনিবার সকাল পর্যন্ত গোটা দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৫০ জন।

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘন্টায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৩.৭ শতাংশ। তবে শেষ ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা অনেকটাই কমেছে। শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৮৮ জন। পাশাপাশি একদিনে করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ২ লক্ষ ৪২ হাজার ৬৭৮ জন। তবে মোট আক্রান্তের থেকে এই সংখ্যাটা অনেক কম।

পাশাপাশি করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যাও ক্রমশই বাড়ছে। এই মুহূর্তে গোটা দেশে করোনা রোগীর সংখ্যা ২১ লক্ষ ১৩ হাজার ৩৬৫ জন। করোনা পজিটিভটির হার বেড়ে হয়েছে ১৭.২২ শতাংশ। গত কয়েকদিন ধরেই করোনা পজিটিভিটির হার বাড়ছে। শেষ ২৪ ঘন্টায় দেশে ১৯ লক্ষ ৭০ হাজার মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন থেকে দেখা যাচ্ছে, আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। তার পরেই রয়েছে কর্নাটক, কেরল, তামিলনাড়ু ও গুজরাত।

দেশের মোট আক্রান্তের ৫৬ শতাংশই এই পাঁচ রাজ্যের বাসিন্দা। শনিবার সকাল পর্যন্ত দেশে ১৬১ কোটিরও বেশি মানুষ টিকা পেয়েছেন। একই সঙ্গে চলছে প্রবীণদের বুস্টার ডোজ এবং ১৫ থেকে ১৮ বছর বয়সির টিকাকরণ। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক রাজ্যগুলিকে এক চিঠিতে জানিয়েছে, কেউ করোনা থেকে সুস্থ হয়ে উঠলে তার তিন মাস পর সংশ্লিষ্ট ব্যক্তিকে টিকা দিতে হবে। টিকার প্রথম, দ্বিতীয় বা বুস্টার যে কোনও ডোজের ক্ষেত্রেই এই নীতি প্রযোজ্য। অর্থাৎ করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষকে তিন মাসের আগে টিকা দেওয়া যাবে না।