Fire: কালো ধোঁয়ায় ঢাকল অফিস, সরকারি সচিবালয়ে ভয়ানক আগুন, ছুটল দমকল

শনিবার ৯ মার্চ সকালে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের (Bhopal) সচিবালয় ভবন বল্লভ ভবনে আগুন লাগল। বল্লভ ভবনের পাঁচ ও ছয় নম্বর গেটের বিপরীতে পুরনো ভবনে এই বিধ্বংসী আগুন (Fire) লাগে। হাওয়ার কারণে তৃতীয় তলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

পাঁচ ও ছয় নম্বর গেটের সামনে সাফাইকর্মীরা ভবন থেকে ধোঁয়া উঠতে দেখেন। এরপরই তারাতারি মন্ত্রক ও দমকলের সুরক্ষা কেন্দ্রের অফিসারকে খবর দেওয়া হয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ-সহ দমকলের গাড়ি। আগুন নেভানোর জন্য চারটি ফায়ার টেন্ডারকে কাজে লাগানো হচ্ছে। শনিবার ছুটির দিন থাকায় সচিবালয়ে কোনো কর্মী উপস্থিত ছিলেন না, ফলে বড় রকমের দুর্ঘটনা ঘটার থেকে রক্ষা পাওয়া গিয়েছে। 

   

সরকারি কাজ সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ নথি এখানে রাখা থাকে। ভোপালের দমকলের দল আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছেছে এবং আগুন নেভানোর চেষ্টা চলছে। ঘটনাস্থলে রয়েছেন অগ্নি সুরক্ষা বিশেষজ্ঞ পঙ্কজ খারে। যদিও আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন