MUMBAI: একাধিক বিস্ফোরণের শব্দ! মুম্বইয়ের স্কুলে ভয়াবহ আগুন

মুম্বই (Mumbai) স্কুলে ভয়াবহ অগ্নিকান্ড। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের পারেলের সিভিক স্কুলের বন্ধ স্কুলে ।মনে করা হচ্ছে ইলেকট্রিকের তার থেকে শট সার্কিটের মাধ্যমে আগুন ছড়িয়ে পড়েছে।

সকাল সোয়া ৯টার দিকে মিন্ট কলোনি মনোরেল স্টেশনের বিপরীতে অবস্থিত পাঁচতলা সাইবাবা স্কুলে আগুন লাগে। দমকলের চারটি ইঞ্জিন এবং অন্যান্য দমকলের গাড়ি তৎক্ষণাৎ স্কুলে পৌঁছে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

   

তবে মকর সংক্রান্তির ছুটির কারণে স্কুল বন্ধ থাকায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও এলাকার কয়েকজন বাসিন্দা দাবি করেছেন, তারা স্কুল ভবনে গ্যাস সিলিন্ডারের একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন।

ঘটনাস্থলে রয়েছেন পুলিশ এবং দমকল বাহিনীর একাধিক অফিসার। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, নিচতলার একটি স্টোর রুমে যেখানে ম্যাট্রেস রাখা ছিল, সেখানে প্রথমে আগুন লাগে। তারপর তা ছড়িয়ে পরে। আগুন এখন আয়ত্বে এসেছে বলে জানিয়েছেন তিনি। এখন কুলিংয়ের কাজ চলছে। স্কুল ছুটি থাকায় আগুন দ্রুত নেভাতে সহজ হয়েছে। ক্ষয়ক্ষতি তেমন হয়নি।

কয়েকদিন আগে মুম্বই সংলগ্ন ডোম্বিভলির কাছে খোনি পালাওয়ার ডাউন টাউন বিল্ডিংয়ে আগুন লাগে। বিল্ডিংয়ের মিটার বক্স থেকে আগুন ছড়িয়ে পড়ে। এরপর আগুন ইলেকট্রিক তারের মাধ্যমে বাকি ফ্লোরের গ্যালারি এলাকায় ছড়িয়ে পড়ে। একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় নিচতলা থেকে উঠে আসা আগুন পুরো বাড়িটাকে গ্রাস করে ফেলেছে। গলগল করে বের হচ্ছে কালো ধোঁয়া। যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন