Election 2022: বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হলেন মেরি কমের স্বামী

বক্সার মেরি কমকে দেশ তথা আন্তর্জাতিক দুনিয়াতেও সকলেই চেনে। ইতিমধ্যেই মেরিকম সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। এবার রাজনীতিতে পা রাখলেন মেরি কমের স্বামী কে অনকোলার। রাজ্যের…

Election 2022: বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হলেন মেরি কমের স্বামী

বক্সার মেরি কমকে দেশ তথা আন্তর্জাতিক দুনিয়াতেও সকলেই চেনে। ইতিমধ্যেই মেরিকম সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। এবার রাজনীতিতে পা রাখলেন মেরি কমের স্বামী কে অনকোলার। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে অনকোলার সাইকোট বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করছেন।

সাইকোটের যে রাস্তা মেরি কমের বাড়ির দিকে চলে গিয়েছে তার সর্বত্রই অনকোলারের সমর্থনে প্রচুর ব্যানার, পোস্টার লাগান হয়েছে। নির্দল প্রার্থী অনকোলারের নির্বাচনী প্রতীক মশাল। হঠাৎ করেই অনকোলার কেন রাজনীতিতে এলেন তার ব্যাখ্যাও গ্রামবাসীরা দিয়েছেন। অ্যাসোং লং নামে এক প্রবীণ গ্রামবাসী জানিয়েছেন, পাহাড় আজও অনেক পিছিয়ে আছে। তাই পাহাড়ের উন্নয়ন করা দরকার। সাইকোর্ট এলাকাকে মেরি কমের এলাকা বলে সকলেই চেনে। মেরি সাংসদ হওয়ার পর এলাকার উন্নয়ন হয়েছে, এটা ঠিক। তবে আরও উন্নয়ন দরকার। কারণ পাহাড় এখনও অনেক পিছিয়ে। সে কারণেই আমরা অনকোলারকে নির্বাচনে লড়াই করার অনুরোধ করি।

মিতাং লিং নামে আর এক গ্রামবাসী জানিয়েছেন, মেরি জিতলে তাঁদের সকলেরই খুব আনন্দ হয়। আবার হারলে তাঁরা দুঃখ পান। তাঁরা চান অনকোলার নির্বাচনে জিতুক। কারণ এই এলাকা মেরি ও তাঁর স্বামীর জন্য গর্বিত। মেরির উন্নতির পেছনে অনকোলারের অবদান অনস্বীকার্য।
ক্রিস্টিনা নিংবয় নামে মেরি কমের এক প্রতিবেশী বললেন, আমাদের এলাকার কোনও উন্নয়ন হয়নি। এখানে কংগ্রেস বিধায়ককে ভোট ছাড়া আমরা কখনও চোখে দেখতে পাই না। সে কারণেই আমরা অনকোলারকে নির্বাচনে দাঁড়া করানোর সিদ্ধান্ত নিয়েছি।

Advertisements

অনকোলার জানিয়েছেন, আমি মনে করি ভারতীয় রাজনীতিতে আরও সংস্কার প্রয়োজন।
মানুষের জন্য কাজ করা দরকার। মানুষের জন্য কাজ করতেই আমি নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি। উল্লেখ্য, বর্তমানে সাইকোট কেন্দ্রের বিধায়ক কংগ্রেসের টিএন হাকোইপ।