Vice president election: বিজেপির সুবিধা কেন করছেন? ফের তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান মার্গারেটের

শিয়রে উপ রাষ্ট্রপতি নির্বাচন। ইতিমধ্যে নতুন রাষ্ট্রপতি পেয়েছে দেশ। রাষ্ট্রপতির পদে বসেছেন দ্রৌপদী মুর্মু। এবার উপ রাষ্ট্রপতি পদে কে বসবে? সেই নিয়ে উঠছে প্রশ্ন।  বিরোধীদের…

Vice president election: বিজেপির সুবিধা কেন করছেন? ফের তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান মার্গারেটের

শিয়রে উপ রাষ্ট্রপতি নির্বাচন। ইতিমধ্যে নতুন রাষ্ট্রপতি পেয়েছে দেশ। রাষ্ট্রপতির পদে বসেছেন দ্রৌপদী মুর্মু। এবার উপ রাষ্ট্রপতি পদে কে বসবে? সেই নিয়ে উঠছে প্রশ্ন। 

বিরোধীদের তরফ থেকে প্রার্থী করা হয়েছে মার্গারেট আলভাকে। অন্যদিকে এনডিএ-র তরফ থেকে প্রার্থী করা হয়েছে জগদীপ ধনখড়কে। তবে উপ-রাষ্ট্রপতি ভোটে কাউকে সমর্থন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস শিবির।

বিজেপি বিরোধী জোটকে সমর্থন করার বার্তা দিলেন উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা। তিনি টুইট করেন, ‘টিএমসি বিরোধী ব্লকের একটি গুরুত্বপূর্ণ সদস্য। ভারতের উপ রাষ্ট্রপতির মতো নির্বাচনে ‘নিরপেক্ষ’ হওয়া, বিরোধী দলকে সাহায্য করে না। এটা শুধু শাসক দলকে সাহায্য করে। এখনও সময় আছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার এবং টিএমসি সাংসদদের তাদের বিবেক অনুযায়ী ভোট দেওয়ার অনুমতি দেওয়া হোক।’

Advertisements

উল্লেখ্য, আগামী ৬ আগস্ট উপ রাষ্ট্রপতি নির্বাচন। আর সে দিন দিল্লিতেই থাকার কথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে কিছুটা হলেও আশায় বুক বাঁধছেন বিরোধী শক্তিগুলি।