দুপুর ১২টা অবধি বাতিল একাধিক লোকাল ট্রেন, চরম ভোগান্তিতে যাত্রীরা

যারা রোজ ট্রেনে যাতায়াত করেন তাঁদের জন্য রইল খুবই খারাপ খবর। আর এই খারাপ খবরটি শুনিয়েছে পশ্চিম রেলওয়ে। বাতিল করে দেওয়া হল বহু ট্রেন। ট্রেন…

যারা রোজ ট্রেনে যাতায়াত করেন তাঁদের জন্য রইল খুবই খারাপ খবর। আর এই খারাপ খবরটি শুনিয়েছে পশ্চিম রেলওয়ে। বাতিল করে দেওয়া হল বহু ট্রেন। ট্রেন চলাচল বিষয়ে পশ্চিম রেলওয়ে সিপিআরও-র তরফে বড় তথ্য দেওয়া হয়েছে, যা আপনারও বাড়ি থেকে বেরোনর আগে জেনে নেওয়া উচিৎ।

গতকাল মঙ্গলবার পালঘর ইয়ার্ডে পয়েন্ট নং 117/118 এ একটি মালবাহী ট্রেনের ৬টি ওয়াগন এবং ১ বিভিজি লাইনচ্যুত হওয়ার কারণে, মুম্বাই-সুরাট বিভাগের ইউপি লাইন প্রভাবিত হয়েছে। লাইনচ্যুত হওয়ার কারণে এই রুটে বেশ কয়েকটি ট্রেন চলাচলের ওপর বিঘ্ন এসেছে। আপাতত ৪১ টি ট্রেন বাতিল করা হয়েছে, ১৮ টি ট্রেন আংশিকভাবে বাতিল করা হয়েছে, ৯ টি ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং ২২ টি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

   

পশ্চিম রেলওয়ে সিপিআরও আরও জানিয়েছে, মুম্বই শহরতলির লোকাল ট্রেনগুলি দাহানু রোড থেকে আপ এবং ডাউন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। পালঘর ইয়ার্ডে ক্ষতিগ্রস্ত মুম্বই-সুরাট সেকশনের আপলাইন শীঘ্রই পুনরুদ্ধার করা হবে বলে আশাবাদী রেল।