কুলগাম-ভূস্বর্গের ‘লালকেল্লা’ বলে চর্চিত। সেই কেল্লার পতন হতে পারে এমনই আশঙ্কা দলটির কেন্দ্রীয়স্তরে। কারণ, হঠাৎ হুড়মুড়িয়ে ধস নেমেছে কাশ্মীরের সিপিআইএমের (CPIM) সংগঠনে। ১৯৯৬ সাল থেকে কুলগামে একটানা জয়ী সিপিআইএম। সেখানেই বিপুল সংখ্যায় বাম সমর্থক দলত্যাগ করেছেন।
রাজ্য হোক বা কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের প্রবল জঙ্গি উপদ্রুত এলাকা কুলগাম থেকে টানা জয়ী হয়ে আসছেন মহম্মদ ইউসুফ তারিগামি। তিনি দলটির অন্যতম শীর্ষ নেতা। কাশ্মীরে দলটি চর্চিত হলেও জম্মুতে কোনও সংগঠন নেই।
জানা যাচ্ছে সম্প্রতি কাশ্মীরে সিপি়আইএমে ধস নেমেছে। কুলগামের সি সিপিআইএম কর্মীরা এসবিএসপিতে যোগ দেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল শ্রীনগরে এসবিএসপি রাজ্য সদর দফতরে। উপস্থিত ছিলেন দলের বিশিষ্ট নেতারা ও কর্মীরা।
Also Read | দেশে প্রথম সিনিয়র সিটিজেন কমিশন গঠন করল বাম সরকার
প্রেস বিজ্ঞপ্তিতে এসবিএসপি জানিয়েছে, হাদিগাম, কুলগাম থেকে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী)-এর বেশ কয়েকজন সিনিয়র কর্মী আনুষ্ঠানিকভাবে সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি (এসবিএসপি)-তে যোগ দিয়েছেন। যারা এসবিএসপিতে যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন শিয়াক আহমদ রায়না, ফয়াজ আহমেদ গণাই, মুজাফ্ফর আহমদ ভাট এবং আব্দুল রশিদ নাজার।
কাশ্মীরে নেতা কর্মীদের দলত্যাগে চিন্তিত সিপিআইএম। বিশ্লেষণে উঠে আসছে সর্বশেষ বিধানসভা নির্বাচনে (২০২৪) কুলগামে মহাজোটের প্রার্থী হিসেবে তারিগামি জয় পেয়েছেন। পৃথক লড়াই করলে তার পরাজয় হতো।
For more updates, follow Kolkata24x7 on Facebook, Twitter, Instagram, Youtube; join our community on Whatsapp