Manipur Violence: রথ লক্ষ্য করে পরপর গুলি, ফের অশান্ত মণিপুর

বিজেপি শাসিত মণিপুর ফের অশান্ত। এবার রথ লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা। এই ঘটনার জেরে ফের গোষ্ঠী সংঘর্ষ ছড়ানোর আশঙ্কা। ইম্ফলে আসন্ন রথযাত্রা উত্সবের জন্য…

Manipur violence armed miscreants attacked a chariot being prepared for the upcoming Ratha Yatra festival in Imphal

বিজেপি শাসিত মণিপুর ফের অশান্ত। এবার রথ লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা। এই ঘটনার জেরে ফের গোষ্ঠী সংঘর্ষ ছড়ানোর আশঙ্কা। ইম্ফলে আসন্ন রথযাত্রা উত্সবের জন্য প্রস্তুত করা একটি রথের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এ রাজ্য গত এক বছরের বেশি সময় ধরে জাতিগত সংঘর্ষে রক্তাক্ত।

জানা যাচ্ছে, রথযাত্রা উপলক্ষ্যে ইম্ফলের একটি রথ মেরামতি করে রাখা হয়। দুষ্কৃতিরা অ্যাডভান্স হাসপাতালের দিক থেকে একটি গাড়িতে আসে। পার্ক করা রথে দুই রাউন্ড গুলি চালায় এবং দ্রুত প্যালেস গেটের দিকে পালিয়ে যায়। এই ঘটনাটি এই অঞ্চলে চলমান অস্থিরতার মধ্যে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রথযাত্রা উত্সব উদযাপন করা উচিত কিনা তা নিয়ে জনসাধারণের বিতর্ক শুরু হয়েছে।

   

বেকারত্বের লং জাম্প! তৃতীয়বার মোদী কুর্সিতে বসতেই চরম সর্বনাশ

আসন্ন রথযাত্রা উৎসবে মণিপুরে ফের হিংসা ছড়ানোর আশঙ্কা করছে বিরোধী দল কংগ্রেস। অভিযোগ, বিজেপি শাসনে রাজ্যটি ধর্মীয় হিংসা কবলিত। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেছেন, রাজ্যে শান্তি ফিরে আসছে।সংসদে প্রধানমন্ত্রী মোদী দাবি করেছেন মণিপুর শান্ত হয়ে আসছে। তবে তিনি কবে মণিপুর যাবেন সেই প্রশ্নে নীরব। মোদীর দাবির পরেই নতুন করে সংঘর্ষের আশঙ্কা মণিপুরে। গত একবছর ধরে দফায় দফায় রাজ্যের হিন্দু-বৈষ্ণব মেইতেই গোষ্ঠী ও খ্রিষ্টান ধর্মাবলম্বী কুকি গোষ্ঠীর মধ্যে রক্তাক্ত সংঘর্ষে দুশো অধিক নিহত।

জাতি সংঘর্ষের কারণে গত বছর মণিপুরে রথযাত্রা একটি ছোট পরিসরে পালন করা হয়েছিল, শুধুমাত্র আচার অনুষ্ঠানের সাথে এবং ঐতিহ্যবাহী শোভাযাত্রা বাতিল করা হয়েছিল।