Manipur : জঙ্গি হুমকির জেরে মনিপুরে সংবাদ ধর্মঘট শুরু

জঙ্গি হুমকির (Militant Threat) প্রতিবাদে সাংবাদিকরা কাজ বন্ধ করলেন। মনিপুরে (Manipur) শুরু হয়েছে সংবাদ ধর্মঘট। ইম্ফল (Imphal) থেকে বের হবে না কোনও সংবাদপত্র (Press Strike)।…

জঙ্গি হুমকির (Militant Threat) প্রতিবাদে সাংবাদিকরা কাজ বন্ধ করলেন। মনিপুরে (Manipur) শুরু হয়েছে সংবাদ ধর্মঘট। ইম্ফল (Imphal) থেকে বের হবে না কোনও সংবাদপত্র (Press Strike)। কালো থাকবে স্থানীয় সংবাদ মাধ্যমের পর্দা। পরিবেশন হবে না খবর। স্থানীয় ওয়েব সংবাদ মাধ্যমের খবরের লিংক আসবে না মোবাইলে।

অভূতপূর্ব সংবাদ ধর্মঘট মনিপুরে। চলবে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত। পিটিআই ও Eastern Mirror জানাচ্ছে, মনিপুরের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী-জঙ্গি সংগঠনগুলির একাংশ লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে তাদের প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য। আর অপর গোষ্ঠির তরফে আসছে সেই বিজ্ঞপ্তি প্রকাশ না করার হুমকি।

হুমকি বনাম হুমকির জেরে সাংবাদিকরা তিতিবিরক্ত হয়ে কাজ বন্ধ করার বার্তা দিলেন। এডিটর্স গিল্ড মনিপুর, অল মনিপুর ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিয়ন, মনিপুর হিল জার্নালিস্ট ইউনিয়ন একযোগে কাজ বন্ধ করে দিল। এর জেরে ইম্ফল থেকে আর কোনও সংবাদপত্র আগামী ১৩ অক্টোবর পর্যন্ত প্রকাশিত হবেনা।

উত্তর পূর্বাঞ্চলের অন্যতম জঙ্গি উপদ্রুত রাজ্য মনিপুর। প্রতিবেশি মায়ানমার থেকে NSCN (K) NSCN (IM), NSCN (KY), PREPAK, KCP, UNLF বারবার হামলা চালায়। প্রতিটি গোষ্ঠি নিজ নিজ স্বশাসিত এলাকার দাবিতে সরব। এর পাশাপাশি আছে অসমের জঙ্গি সংগঠন ULFA (I), NDFB সংগঠন। বিভিন্ন সময়ে মনিপুরে হামলা হয়েছে সেনা বাহিনী ও অসম রাইফেলসের কনভয়ে। বারবার রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়েছে।

অন্যদিকে অভিযোগ, সন্ত্রাসবাদ দমনের নামে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন বা আফস্পা (AFSPA) প্রয়োগ হয় দমন পীড়নের জন্য। ধর্ষণের প্রতিবাদে নগ্ন হয়ে মহিলাপা মনিপুরে প্রতিবাদ করেছিলেন। সেই ঘটনা বিশ্ব জুড়ে প্রবল বিতর্ক তৈরি করোছিল। আফস্পা বাতিলের দাবিতে দীর্ঘ সময় অনশনে ছিলেন ইরম শর্মিলা চানু।