TMC হল গুণ্ডা, মণিপুরের মুখ্যমন্ত্রীর মন্তব্যে জ্বলছেন মমতা

তিন দফায় পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। কিন্তু তৃণমূলকে রাজনৈতিক দল বলে মানতে নারাজ মণিপুরের (Manipur) মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (N Biren Singh)।…

Manipur cm N Biren Singh slams tmc said gunda

তিন দফায় পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। কিন্তু তৃণমূলকে রাজনৈতিক দল বলে মানতে নারাজ মণিপুরের (Manipur) মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (N Biren Singh)। তৃণমূলকে গুন্ডা বলে কটাক্ষ করে হুমকিও দিলেন তিনি।

তৃতীয়বার বাংলার ক্ষমতা দখলের পরে জাতীয় স্তরে নজর দিয়েছিল তৃণমূল। প্রথম লক্ষ্য ছিল ত্রিপুরা। সেই সঙ্গে ছিল গোয়া। কোনও নির্বাচনে সাফল্য আসেনি।শুধু মেঘালয়ে কংগ্রেস ভাঙিয়ে টিএমসি হয়েছে বিরোধী দল। এর মাঝে ত্রিপুরায় শূন্য হয়ে গেল টিএমসি। রাজ্যের একমাত্র তৃণমূল কাউন্সিলর সুমন পাল বৃহস্পতিবার যোগ দিয়েছেন বিজেপিতে।

   

আমবাসা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের প্রতীকে জয়লাভ করেন সুমন পাল। আগরতলায় গিয়ে বৃহস্পতিবার পদ্ম পতাকা হাতে তুলে নেন তিনি। মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে দেখা করেন সুমনবাবু। দলের নবাগত সদস্যের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী বিপ্লব। তারপরেই পড়শি রাজ্য মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং টিএমসির বিরুদ্ধে সুর চড়াতে শুরু করলেন।

বিপ্লব কুমার দেবের সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করে এন বীরেন সিং লিখেছেন, “অসাধারণ কাজ করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আমরা কিছুতেই তৃণমূলের গুন্ডাদের উত্তর-পূর্ব ভারতে জায়গা দেব না।” তিনি আরও লিখেছেন, “তৃণমূল কোনও রাজনোতিক দলের মতো কাজ করে না। তৃণমূল একটা গুন্ডাদের দল। বাংলায় আমাদের(বিজেপির) প্রচুর কর্মীকে হত্যা করা হয়েছে এবং নির্যাতন করা হয়েছে তার হিসেব নেই।” তৃণমূলকে নির্লজ্জ বলেও কটাক্ষ করেছেন মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

গত নভেম্বর মাসে ত্রিপুরায় আগরতলা পুরসভা, ৬ নগর পঞ্চায়েত, ৭টি পৌর পরিষদ মিলিয়ে মোট ৩৩৪টি আসনে এই নির্বাচন সম্পন্ন হয়। বিরাট সাফল্য আশা করেছিল ঘাস ফুল নেতৃত্ব। ২৯ নভেম্বর ফল ঘোষণা হতেই দেখা যায় চুপসে গিয়েছে তৃণমূলের ফানুস। কারণ ৩৩৪ আসনের মধ্যে মাত্র একটি আসনে জয়লাভ করে তৃণমূলের প্রার্থী। সেটি ছিল ধলাই জেলার আমবাসা পুরসভায়। সেখানের ১৩ নম্বর ওয়ার্ডে ঘাস ফুলের প্রতীকে লড়াই করেছিলেন সুমন পাল। তিনি জয়লাভ করেছিলেন নিজের এলাকায়। সেটাই ছিল তৃণমূলের একমাত্র বাতি। যা নিভে গেল বৃহস্পতিবার।