Mumbai: চেটে পুটে খেয়ে যখন জানলেন ইঁদুরের মাংস দিয়েছে হোটেল!

অর্ডার করা হয়েছে রুটি মুরগির মাংস। চেটে পুটে খাওয়া চলছে। তবে সেটা যে ইঁদুরের মাংস তা পরে অভিযোগ উঠল। মুম্বাইয়ের (Mumbai)বান্দ্রা এলাকার একটি জনপ্রিয় রেস্তোরাঁর…

অর্ডার করা হয়েছে রুটি মুরগির মাংস। চেটে পুটে খাওয়া চলছে। তবে সেটা যে ইঁদুরের মাংস তা পরে অভিযোগ উঠল। মুম্বাইয়ের (Mumbai)বান্দ্রা এলাকার একটি জনপ্রিয় রেস্তোরাঁর ম্যানেজার এবং বাবুর্চির বিরুদ্ধে অভিযোগ দায়ের। একজন গ্রাহক তাদের  থালায় খুঁজে পায় ইঁদুরের মাংসের টুকরো।

Advertisements

অভিযোগকারী অনুরাগ সিং জানিয়েছেন, তিনি বান্দ্রা পশ্চিমের পালি হিলের একটি রেস্তোরাঁয় তাঁর বন্ধুর সঙ্গে খাবার খেতে গিয়েছিলেন। তারা রুটির সঙ্গে একটি চিকেন এবং মাটন থালি অর্ডার করেছিল। খাওয়ার সময়, তারা একটি মাংসের টুকরো লক্ষ্য করে যা দেখতে অন্যরকম। নিখুঁত ভাবে দেখার পরে, তারা বুঝতে পেরেছিল যে এটি ইঁদুরের মাংসের টুকরো।

Advertisements

ওই ব্যক্তি রেস্তোরাঁর ম্যানেজারকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি এলোমেলো জবাব দেন। এর পরেই বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেন অনুরাগ সিং।অভিযোগের ভিত্তিতে, পুলিশ রেস্তোরাঁর ম্যানেজার ভিভিয়ান অ্যালবার্ট শিকাভার, সেই সময়ে হোটেলের শেফ এবং চিকেন সরবরাহকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে। ইতিমধ্যে পুলিশ সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

এই গোটা ঘটনায় শিহরিত এলাকাবাসীরা। এরপর থেকে যেকোন রেস্তোরাঁতে খেতে গেলে আশঙ্কা তৈরি হবে গ্রাহকদের মনে। এমন জঘন্য কাজের জন্য নিন্দনীয় গোটা রেস্তোরাঁ।