Golden Temple in Amritsar: শিখ ধর্মগ্রন্থকে অপবিত্র করার চেষ্টায় জনতার মারে প্রাণ হারাল অভিযুক্ত

নিউজ ডেস্ক: ফের পাঞ্জাবের স্বর্ণ মন্দিরকে (Golden Temple) অপবিত্র করার চেষ্টা করতে গিয়ে জনতার মারে প্রাণ হারাল এক ব্যক্তি। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় (Saturday evening)…

Golden Temple

নিউজ ডেস্ক: ফের পাঞ্জাবের স্বর্ণ মন্দিরকে (Golden Temple) অপবিত্র করার চেষ্টা করতে গিয়ে জনতার মারে প্রাণ হারাল এক ব্যক্তি। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় (Saturday evening) এক ব্যক্তি হঠাৎই জুতো পড়ে শিখদের (sikh) পবিত্র ধর্মগ্রন্থের উপর উঠে পড়ে।

শুধু তাই নয়, পবিত্র কৃপাণ চুরির চেষ্টাও করে ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গেই স্বর্ণমন্দিরে উপস্থিত থাকা মানুষজন ওই ব্যক্তিকে ধরে ফেলে। শুরু হয় গণধোলাই। প্রবল মারের চোটে কিছুক্ষণের মধ্যেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তবে পুলিশ (police) এই মৃত্যুর কথা স্বীকার করেনি। পুলিশের দাবি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, শনিবার স্বর্ণ মন্দিরের গর্ভগৃহে একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। অনুষ্ঠান উপলক্ষে সেখানে রাখা ছিল শিখদের পবিত্র ধর্মগ্রন্থ ও ধর্মীয় সামগ্রী। হঠাৎই দেখা যায় এক ব্যক্তি ব্যারিকেড টপকে সংরক্ষিত এলাকার মধ্যে ঢুকে পড়েছে। এরপর শিখদের পবিত্র ধর্মগ্রন্থের উপর পা তুলে দেয় সে। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। সঙ্গে সঙ্গেই তাকে টেনে বের করে আনা হয়। শুরু হয় গণধোলাই।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে থেকে দেখা গিয়েছে, গণধোলাইয়ের জেরে মন্দির চত্বরেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। তবে অভিযুক্তের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। কী কারণে সে মন্দিরে ঢুকেছিল এবং গ্রন্থসাহেবের উপর পা তুলেছিল সেটা স্পষ্ট নয়। এদিনের ঘটনায় গোটা অমৃতসর জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

আজকের ঘটনার পর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সাম্প্রদায়িক অশান্তি তৈরি হতে পারে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন। উল্লেখ্য, দিন চারেক আগেও স্বর্ণমন্দিরে একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। সে সময় শিখদের পবিত্র ধর্মগ্রন্থকে জলে ছুড়ে ফেলে দেওয়া হয়েছিল। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে একের পর এক এধরনের অনভিপ্রেত ঘটনা পাঞ্জাব সরকারের উদ্বেগ বাড়িয়েছে।