Mughal History: মুঘল ইতিহাস বাতিলে মমতা ‘নীরব’, কেরলের বাম সরকার আনছে বিকল্প পাঠ্যক্রম

জাতীয় শিক্ষানীতিতে ধর্মীয় মেরুকরণ চলছে। এমনই অভিযোগ বিশিষ্ট শিক্ষাবিদদের। উত্তর প্রদেশের দ্বাদশ পাঠ্যক্রমে NCERT ইতিহাস বই থেকে মুঘল ইতিহাসের (Mughal History) বড় অংশ বাদ পড়েছে।…

জাতীয় শিক্ষানীতিতে ধর্মীয় মেরুকরণ চলছে। এমনই অভিযোগ বিশিষ্ট শিক্ষাবিদদের। উত্তর প্রদেশের দ্বাদশ পাঠ্যক্রমে NCERT ইতিহাস বই থেকে মুঘল ইতিহাসের (Mughal History) বড় অংশ বাদ পড়েছে। গান্ধী হত্যাকারী নাথুরাম গডসের বিষয় বাতিলের পর বিতর্ক তুঙ্গে। এই বিতর্কে কেরল সরকার (Kerala Government) নিচ্ছে ভিন্ন পথ। রাজ্যে সিপিআইএম (CPIM) নেতৃত্বে চলা এলডিএফ সরকার জানাল, এনসিইআরটি পাঠ্যক্রমের বিকল্প শিক্ষানীতি চালু করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বারবার বিজেপি বিরোধিতার দাবি করা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনসিইআরটি পাঠ্যক্রম বাতিলের বিষয়ে নীরব। তাঁদের যুক্তি কেরলের বাম সরকার নিয়েছে বিদ্রোহী পদক্ষেপ।

NCERT পাঠ্যক্রম নিয়ে প্রতিক্রিয়ায় শনিবার কেরলের শিক্ষামন্ত্রী ভি শিবানকুট্টি জানান, ‘এই পরিবর্তনের বিরুদ্ধে কেরল সরকার বিকল্প বই আনবার বিষয়ে ভাবনাচিন্তা করছে।’

তিরুঅন্তপুরমে সাংবাদিকদের কেরলের শিক্ষামন্ত্রী বলেন, আরএসএস পরিকল্পনা অনুসারে পাঠ্যপুস্তকের পরিবর্তন কোনও অবস্থাতেই মেনে নেবেনা কেরল সরকার। তিনি আরও বলেন, আমরা সমস্ত রাজ্যের প্রতিনিধি নিয়ে এনসিইআরটি পুনর্গঠনের দাবি জানাচ্ছি।