26/11 Mumbai attack: যুগ কেটে গেলেও শাস্তি হল না হামলার মূল চক্রী হাফিজ সইদের

26/11 Mumbai attack নিউজ ডেস্ক, মুম্বই: ১৩টা বছর পিছিয়ে যাওয়া যাক। অ র্থাৎ ২০০৮ সালের ২৬ নভেম্বরের কথা স্মরণ করলে আজও আতঙ্কে শিউরে উঠতে হয়।…

Hafiz Saeed, the mastermind of the Mumbai attacks,

26/11 Mumbai attack
নিউজ ডেস্ক, মুম্বই: ১৩টা বছর পিছিয়ে যাওয়া যাক। অ র্থাৎ ২০০৮ সালের ২৬ নভেম্বরের কথা স্মরণ করলে আজও আতঙ্কে শিউরে উঠতে হয়। ২০০৮ সালের ২৬ নভেম্বর পাকিস্তান থেকে আসা ১০ জঙ্গি মুম্বইকে (mumbai ) রক্তাক্ত, ক্ষত-বিক্ষত করে ছেড়েছিল। কেড়ে নিয়েছিল ১৬৬ জন নিরীহ মানুষের প্রাণ। জখম করেছিল ৩০০-রও বেশি মানুষকে।

তাজ, ট্রাইডেন্টের মত বিলাসবহুল হোটেল (luxury hotel) থেকে শুরু করে মুম্বইয়ের (mumbai) অন্যতম ব্যস্ত জংশন স্টেশন ছাত্রপ্রতি শিবাজি মহারাজ টার্মিনাসের সামনে জঙ্গিরা চালিয়েছিল নৃশংস হত্যালীলা। ধনী থেকে গরিব কোনও মানুষই নিস্তার পায়নি পাক জঙ্গিদের হাত থেকে। দেশের প্রতিটি কোনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল জঙ্গিরা। এই হামলার মূল চক্রী হিসেবে উঠে এসেছিল লস্কর-ই-তৈবা জঙ্গি গোষ্ঠীর প্রধান হাফিজ সইদের নাম। সেই হাফিজ আজও বহাল তবিয়তেই পাকিস্তানে ঘুরে বেড়াচ্ছে। ১৩ বছর কেটে গেলেও আজও এই জঙ্গিকে শাস্তি দেওয়া গেল না।

ওই ঘটনার পর ক্যালেন্ডারের অনেক পাতা উলটে গিয়েছে। কিন্তু সেদিনের ১৬৬জন মানুষকে হারানোর নিদারুণ যন্ত্রণা আজও ভোলা যায় না। বাইরে থেকে দেখলে মনে হবে ক্ষত হয় তো শুকিয়ে গিয়েছে, কিন্তু ভিতরে দগদগে ঘা থেকেই গিয়েছে। তাজ হোটেল, নরিম্যান হাউস সবই পুরনো ছন্দে ফিরেছে এটা ঠিক। কিন্তু এখনও এক চরম বিভীষিকা ও আতঙ্ক যেন আষ্টেপৃষ্ঠে ঘিরে রয়েছে মুম্বইকে।

সেদিনের ওই জঙ্গি হামলার ঘটনায় অনেকেই তৎকালীন মনমোহন সিং সরকারের ভাবলেশহীন ভূমিকাকেই দায়ী করেন। অনেকেই বলেছেন, সীমান্তে জঙ্গিরা নিয়মিত হামলা চালালেও মনমোহন সরকার কোনও কড়া জবাব দেয়নি। ওই হামলার মূল চক্রী হাফিজ সইদ এখনও পাকিস্তানে বহাল তবিয়তেই ঘুরে বেড়াচ্ছেন। ঘটনার জেরে শুধু ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট খেলা বন্ধ করেই দায় সেরেছিল তৎকালীন মনমোহন সিং সরকার। ঘটনার দিন জঙ্গিদের দমন করতে নামানো হয়েছিল কমান্ডো। জঙ্গিমুক্ত করার পাশাপাশি মহম্মদ আজমল কাসভ নামে এক জঙ্গি ধরা পড়েছিল। আদালতের বিচারে কাসভের ফাঁসি হয়েছে। কিন্তু ওই পর্যন্তই, মুম্বাই হামলার মূল চক্রী আজও বহাল তবিয়তেই পাকিস্তানে রয়ে গিয়েছে।

আমেরিকায় যা পারে ভারত তা আজও পারে না। তাই ৯/১১ হামলার মূল চক্রী লাদেনকে অ্যাবোটাবাদে ঢুকে মেরে এসেছিল মার্কিন বায়ুসেনা। কিন্তু হাফিজের মত একজন কুখ্যাত জঙ্গি পাকিস্তানে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আজও তার কোনও শাস্তি হল না। হাফিজের শাস্তি দেওয়ার ব্যাপারে সরকার যে খুব একটা সক্রিয় তাও বলা যায় না। অন্যদিকে ১৩ বছর আগে প্রাণ হারানো ১৬৬জন মানুষ আজও দেশবাসীর হৃদয়ে অমর হয়ে আছেন। ওই পরিবারগুলি আজও ২৬ নভেম্বর এলেই আতঙ্কে শিউরে ওঠেন। ভয়ে চোখ বুজে ফেলেন। এই বুঝি নতুন কোনও কিছু ঘটল এমনটাই ভাবতে থাকেন তাঁরা। গোটা দেশ ২৬ নভেম্বরের ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানালেও সেদিনের সেই আতঙ্ক থেকে কিভাবে মুক্তি মিলবে আজও তার উত্তর অজানা।