শরদ পাওয়ারের বাড়িতে হামলার তীব্র নিন্দা করলেন মমতা

এনসিপি প্রধান শারদ পাওয়ারের (Sharad Pawar) বাড়িতে হামলা চালায় একদল বিক্ষোভকারী। চাকরির দাবিতে আন্দোলন ছিল উত্তেজনাপূর্ণ এনসিপি নেতা পাওয়ারের বাড়ি সিলভার ওক আবাসনের সামনে শুক্রবার…

Mamata Banerjee strongly condemned the attack on Sharad Pawar's house

এনসিপি প্রধান শারদ পাওয়ারের (Sharad Pawar) বাড়িতে হামলা চালায় একদল বিক্ষোভকারী। চাকরির দাবিতে আন্দোলন ছিল উত্তেজনাপূর্ণ এনসিপি নেতা পাওয়ারের বাড়ি সিলভার ওক আবাসনের সামনে শুক্রবার হঠাৎই বিক্ষোভ দেখাতে শুরু করেন মহারাষ্ট্র পরিবহণ সংস্থার শতাধিক কর্মী।
সে সময় বিক্ষোভকারীরা পাওয়ারের বাড়ি লক্ষ্য করে ইট, পাথর ছোড়ে। এমনকী, তারা জুতোও ছোড়ে। বিক্ষোভকারীদের ছোড়া ইট, পাথরের ঘায়ে পাওয়ারের বাড়ির বেশ কয়েকটি জানলার কাঁচ ভেঙে পড়েছে। ঘটনার সময় পাওয়ারের মেয়ে সাংসদ সুপ্রিয়া সুলেকেও ঘেরাও করে বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার করে বলেও অভিযোগ।

পাওয়ারের বাড়িতে এই হামলার ঘটনায় কড়া নিন্দা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার মুখ্যমন্ত্রী ট্যুইট করেন, ভারতের অন্যতম প্রবীণ এই রাজনীতিবিদের বাড়িতে হামলার ঘটনার তীব্র নিন্দা করি। এই ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী যে কড়া পদক্ষেপ করেছেন তা অবশ্যই প্রশংসনীয়।

মহারাষ্ট্র পরিবহণ নিগমের কর্মীদের দাবি, তাঁদের প্রচুর অভাব অভিযোগ রয়েছে। কিন্তু পাওয়ারের মত প্রবীণ ব্যক্তি তাঁদের সেই অভাব অভিযোগ শুনতে চাইছেন না। গত পাঁচ মাস ধরে তাঁরা হরতাল করছেন। কিন্তু তারপরেও তাঁদের অভিযোগ মেটানোর কোনও আশ্বাস মেলেনি। তবে পাওয়ারের বাড়িতে হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কড়া পদক্ষেপ নিয়েছে মহারাষ্ট্র সরকার। বিক্ষোভকারীদের হটাতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের আটক করে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় পুলিশকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ১১০ জনকে গ্রেফতার করেছে।

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী আজিত পাওয়ার এই ঘটনাকে গোয়েন্দাদের ব্যর্থতা বলে উল্লেখ করেছেন। এমনকী, তিনি এই ঘটনার যথাযথ তদন্তের দাবিও জানিয়েছেন। অন্যদিকে শিবসেনা নেতা সঞ্জয় রাউত এই ঘটনার পিছনের চক্রান্তের গন্ধ পাচ্ছেন। তিনি বলেছেন, কোনও রাজনৈতিক দল পরিবহণ কর্মীদের এভাবে উসকে দিয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী দিলীপ পাতিল বলেছেন, ইতিমধ্যেই তিনি পুলিশ কমিশনারকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। যারা এ ঘটনায় যুক্ত তারা কেউ পার পাবে না।

উল্লেখ্য কয়েকদিন আগেই বোম্বে হাইকোর্ট পরিবহণ কর্মীদের হরতাল বন্ধ রেখে ২২ এপ্রিল থেকে কাজে ফেরার নির্দেশ দিয়েছে। এরপরই পরিবহণ কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন।