Presidential Election: ‘দৌপদীর কথা আগে জানলে ভেবে দেখতাম’ বিজেপির প্রতি হঠাৎ ‘নরম’ মমতা

বারবার মোদী বিরোধিতায় সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপির (BJP) বিরুদ্ধে দেশজুড়ে বিরোধী ঐক্যের ডাক দেন। অথচ বামপন্থীদের অভিযোগ, মমতা কোনওভাবেই সংঘ পরিবারের বিরুদ্ধে…

Mamata Banerjee -Draupadi Murmu

বারবার মোদী বিরোধিতায় সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপির (BJP) বিরুদ্ধে দেশজুড়ে বিরোধী ঐক্যের ডাক দেন। অথচ বামপন্থীদের অভিযোগ, মমতা কোনওভাবেই সংঘ পরিবারের বিরুদ্ধে সরব নন। এই প্রশ্নের উত্তরে নীরব থাকেন তৃণমূল কংগ্রেস নেত্রী। এবার সংঘ পরিবার নির্দেশে এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর প্রতি নরম বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election) আগে এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হলো।

মুখ্যমন্ত্রী বলেছেন,এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর জেতার সম্ভাবনা বেশি। আগে জানালে ভেবে দেখতাম। ইসকনে রথযাত্রার অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বলেন, সর্বসম্মতিক্রমে বিরোধী দলগুলো প্রার্থী ঠিক করেছে, তাই আলোচনা না করে প্রার্থী প্রত্যাহার করা যাবে না। মমতার এমন মন্তব্যের পর তীব্র রাজনৈতিক আলোচনা। ফের প্রশ্ন উঠছে তিনি কি সংঘ পরিবারকে কোনও বার্তা দিলেন?

   

বিজেপির অন্দরমহলে আলোচনা, ঝাড়খন্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদীকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করতে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সদর দফতর থেকে বিজেপির কাছে বার্তা এসেছিল। আসন্ন বেশ কয়েকটি বিধানসভা ভোট, লোকসভা ভোটের অংক বিশ্লেষণ করে মোহন ভাগবত সবুজ সংকেত দেওয়ার পর দ্রৌপদী মুর্মু হন এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী।

এদিকে অ-বিজেপি শক্তির নেত্রী হিসেবে নিজেকে তুলে ধরতে এনডিএ বাজপেয়ী সরকারের আমলের মন্ত্রী ও পরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি যশবন্ত সিনহার নাম আনেন মমতা। তাঁকে কংগ্রেস সহ বিরোধী জোট মেনে নেয়। কিন্তু ভোটের অংকে যশবন্তর পরাজয় নিশ্চিত।

রাষ্ট্রপতি ভোটের আগে এবার মমতা আচমকা এনডিএ প্রার্থীর প্রতি সহানুভূতি দেখিয়ে বলেছেন আগে জানলে ভেবে দেখতাম। তিনি কি ফের এনডিএ মুখী হতে চলেছেন? এই প্রশ্নে রাজনৈতিক মহল সরগরম।