‘অধীর সিদ্ধান্ত নেওয়ার কেউ নন,’ জানালো কংগ্রেস হাই কমান্ড

২৪-এর লোকসভা ভোটকে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে দেশে। ইতিমধ্যে ৪ দফার ভোট সম্পূর্ণ হয়েছে, ৪৮ ঘণ্টা পরেই রয়েছে পঞ্চম দফা। শুরু হয়েছে আঙুল গোনা। কিন্তু…

short-samachar

২৪-এর লোকসভা ভোটকে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে দেশে। ইতিমধ্যে ৪ দফার ভোট সম্পূর্ণ হয়েছে, ৪৮ ঘণ্টা পরেই রয়েছে পঞ্চম দফা। শুরু হয়েছে আঙুল গোনা। কিন্তু এরই মাঝে কংগ্রেস হাই কমান্ড এমন এক মন্তব্য করল যা শুনে অস্বস্তিতে পরতে পারেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী তথা দলের পুরনো সদস্য অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।

   

রীতিমতো অধীরের মন্তব্যকে পাত্তাই দিতে চাইল না কংগ্রেস কমান্ড। খুলে বলা যাক ব্যাপারটা। লোকসভা ভোটের পর কেন্দ্রে বিজেপি-বিরোধী জোট ক্ষমতায় এলে সরকার গঠন করতে ‘বাইরে থেকে সমর্থন’ করবে তৃণমূল কংগ্রেস বলে সম্প্রতি জানিয়েছিলেন দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) এবার বড় মন্তব্য করলেন।

তিনি বলেন, “মমতাজি প্রথমে বলেছিলেন যে তাঁরা বাইরে থেকে সমর্থন করবে। সম্প্রতি তিনি বলেছেন, জোট সরকার গঠিত হলে তিনি সরকারে যোগ দেবেন, তাই স্বাভাবিকভাবেই তিনি জোটের সঙ্গে আছেন। অধীর রঞ্জন চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার লোক নন, আমরাই অর্থাৎ কংগ্রেস দলের হাইকমান্ড। সুতরাং আমরা যে সিদ্ধান্ত নেব তা সঠিক হবে।”