East Bengal: ট্রান্সফার ফি দিয়েই ফুটবলার আনতে পারে ইস্টবেঙ্গল

দল গঠনের কাজ জোর কদমে চালাচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal)। ভাল গঠন করার ব্যাপারে লাল হলুদ কর্মকর্তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে আশ্বাস। কোচ কার্লেস কুয়াদ্রত নিজেও…

east bengal can sign players with transfer fees

দল গঠনের কাজ জোর কদমে চালাচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal)। ভাল গঠন করার ব্যাপারে লাল হলুদ কর্মকর্তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে আশ্বাস। কোচ কার্লেস কুয়াদ্রত নিজেও শক্তিশালী স্কোয়াডের ব্যাপারে আশাবাদী। নতুন মরসুমে দলের সঙ্গে যুক্ত হতে চলেছে একাধিক নতুন মুখ।

এশিয়ান টুর্নামেন্টের কথা মাথায় রেখে দল তৈরি করছে ইস্টবেঙ্গল। ভাল মানের বিদেশি ফুটবলার সই করানোর ব্যাপারে বদ্ধপরিকর ক্লাব। এশিয়ান প্রতিযোগিতায় ইস্টবেঙ্গলের গৌরবময় ইতিহাসের কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আগামী দিনেও নিজেদের গৌরব বজায় রাখতে চাইছে শতাব্দী প্রাচীন ক্লাব।

   

East Bengal: পাঞ্জাব এফসির ঘরের ছেলেকে দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল!

বিদেশি ফুটবলারের পাশাপাশি ভাল মানের ও প্রতিশ্রুবান ভারতীয় ফুটবলারদের নিশ্চিত করতে চাইছে ক্লাব। এ ব্যাপারে কাজ অনেকটা এগিয়েছে। দল গঠনের কাজ এখনো কিছুটা বাকি রয়েছে। ভারতীয় ফুটবলার রিক্রুট করার ব্যাপারে জোর দিচ্ছে ম্যানেজমেন্ট। ইতিমধ্যে একাধিক নামকরা ফুটবলারকে ক্লাব নিশ্চিত করেছে বলে জানা গিয়েছে।

অভিজ্ঞ ফুটবলারদের পাশাপাশি আগামী দিনে ক্লাবের সম্পদ হয়ে উঠতে পারে, এরকম ফুটবলারকেও চূড়ান্ত করতে পারে ক্লাব। সে জন্য বাজেট হয়তো খুব একটা সমস্যার কারণ হবে না। বাজেট কেমন কী রয়েছে সে ব্যাপারে ক্লাব কিংবা ইনভেস্টর কেউই স্পষ্ট করে কিছু জানায়নি। তবে আশ্বাসবাণী দেওয়া হয়েছে।

East Bengal: মাঠের এই পজিশনের জন্য ভাল ফুটবলার নিতে পারে ইস্টবেঙ্গল

দীর্ঘ মেয়াদী চুক্তি ভারতীয় ফুটবলার দলে নেওয়ার ক্ষেত্রেও ইস্টবেঙ্গল কর্তারা ভাল অর্থ ব্যয় করতে পারেন বলে মনে করা হচ্ছে। দরকারে ট্রান্সফার ফি দিয়েও স্কোয়াডের সঙ্গে যুক্ত করা হতে পারে নতুন ফুটবলার। খাতায় কলমে ইস্টবেঙ্গলের যা পরিকল্পনা রয়েছে তা বেশ আশাপ্রদ। ২০২৩-২৪ মরসুমে সুপার কাপ জিতেছিল ইস্টবেঙ্গল। আগামী মরসুমেও প্রিয় দলের কাছ থেকে উল্লেখযোগ্য পারফরম্যান্সের ব্যাপারে আশা করতেই পারেন লাল হলুদ সমর্থকরা।