Gujarat : ৭০ যাত্রীর জীবনের ঝুঁকি নিয়ে আকাশে উড়ল খোলা ইঞ্জিন বিমান

টেক-অফের সময়েই খুলে গিয়েছিল ইঞ্জিনের কভার। তাই নিয়েই মুম্বাই বিমান বন্দর থেকে উড়ল বিমান। যাত্রী সংখ্যা ৭০। গন্তব্য গুজরাট (Gujarat)।  বুধবার সকালেই মিলল রোমহর্ষকর এক…

Gujarat

টেক-অফের সময়েই খুলে গিয়েছিল ইঞ্জিনের কভার। তাই নিয়েই মুম্বাই বিমান বন্দর থেকে উড়ল বিমান। যাত্রী সংখ্যা ৭০। গন্তব্য গুজরাট (Gujarat)। 

বুধবার সকালেই মিলল রোমহর্ষকর এক খবর। ভাঙা প্লেন উড়ল যাত্রী নিয়ে। প্রাণ হতে করে বিমানে বসে রইলেন সত্তর জন যাত্রী। যদিও দুর্ঘটনা ঘটেনি। নিরাপদেই মুম্বাই থেকে গুজরাটে পৌঁছেছে The Alliance Air ATR 72-600। 

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

জানা গিয়েছে , মুম্বাই বিমানবন্দর থেকে ওড়ার সময়েই ভেঙে পড়েছিল ইঞ্জিনের কভার। দায়িত্বে থাকা এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যাক্তি দেখতে পেয়েছিলেন বিষয়টি। রানওয়ের ওপরেই পড়ে ছিল বিমানের অংশ। সঙ্গে সঙ্গে জরুরি সতর্কবার্তা জারি করেন কন্ট্রোল রুমে বসে থাকা ব্যাক্তি। 

সূত্র মারফত খবর, ইঞ্জিন কভার খুলে যাওয়ার পরেও বিমানের উড়তে সমস্যা হয়নি। প্লেনের পারফরম্যান্সের ওপর খুব একটা প্রভাব ফেলতে পারেনি এই ঘটনা। তবে প্রশ্নের মুখে পড়তে হতে পারে বিমান প্রস্তুতকারক সংস্থাকে।