HomeBharatEarthquake: জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল কাশ্মীর

Earthquake: জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল কাশ্মীর

- Advertisement -

ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল ভূস্বর্গ। শনিবার সকালে তীব্র আতঙ্ক। ৫.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল গুলমার্গ।  আফটারশকে আতঙ্কিত সেখানের বাসিন্দারা। জানা যাচ্ছে শনিবার সকালে জোরাল ভূমিকম্পে কেঁপে ওঠে জম্মু ও কাশ্মীরের গুলমার্গ (Gulmarg)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.২। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দ্য ন্যাশন্যাল সেন্টার ফল সাইসমোলগি (এনসিএস) এর তথ্য অনুযায়ী কম্পন অনুভূত হয় সকাল ৮:৩৬ নাগাদ। সংস্থা জানায় যে ভূমিকম্পের উৎস্যস্থল স্থলের থেকে ১২৯ কিমি নিচে ছিল এবং গুলমার্গ থেকে প্রায় ১৮৪ কিমি দূরত্বে।

প্রতিবেদন প্রকাশের সময় অবধি কোনও হতাহতের খবর নেই। স্থানীয় আধিকারিকরা জানিয়েছেন যে চলতি বছরের জুন মাস থেকে আজ পর্যন্ত প্রায় ১২ টি কম্পন অনুভূত হয়েছে জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir)। প্রত্যেকটাই একেকরকমের মাত্রার কম্পন। ১০ই জুলাই জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৪.৯।  ঠিক তিন দিন পরে ১৩ ই জলাই ৫.৪ মাত্রার জোরাল ভূমিকম্পে কেঁপে ওঠে একই জায়গা ডোডা জেলা। কম্পনের তীব্রতার ফলে প্রচুর বিল্ডিং-এ পরে ফাটল। একাধিক বাড়িতে ফাটলের জেরে বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘর-বাড়ি থেকে বেরিয়ে আসেন।

   

অপর দিকে শুক্রবার সন্ধ্যা বেলায় ভূমিকম্প হয় মধ্য ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসী প্রদেশে। তীব্রতা ছিল রিখটার স্কেলে ৬.০। সন্ধ্যে ৬ টা ৪৮ মিনিটে কম্পন অনুভূত হয়। তবে এর ফলে কোন সুনামির সতর্কতা জারি করেনি ইন্দোনেশিয়ার সরকার। Xinhua সংবাদ সংস্থা জানায় যে ভূমিকম্পের উৎস্যস্থল ছিল বোলাং মঙ্গোন্ডো তিমুর থেকে ১১৭ কিমি দক্ষিণপূর্বে এবং সমুদ্র-পৃষ্ঠের ১০ কিমি গভীরে। সংবাদ সংস্থা জানায় যে সেই মুহূর্তে কোন সুনামির সতর্কতা ছিল না।

বৃহস্পতিবার ভোরের দিকে কেঁপে ওঠে আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৩। ভোর ৪:১৭ নাগার ভূমিকম্প অনুভূত হয়। The National Center for Seismology (NCS) জানায় যে ভূমিকম্পের উৎস্থল ছিল ৬১ কিমি গভীরে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular