Maharashtra: করোনা আবহের মধ্যেই খুলছে স্কুল

দেশের চলতি করোনা পরিস্থিতির মধ্যেই মহারাষ্ট্রে ফের শুরু হতে চলেছে স্কুলের পঠনপাঠন। আগামী সোমবার অর্থাৎ ২৪ জানুয়ারি থেকে মহারাষ্ট্রের প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর পঠনপাঠন শুরু…

school reopen in west bengal

দেশের চলতি করোনা পরিস্থিতির মধ্যেই মহারাষ্ট্রে ফের শুরু হতে চলেছে স্কুলের পঠনপাঠন। আগামী সোমবার অর্থাৎ ২৪ জানুয়ারি থেকে মহারাষ্ট্রের প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর পঠনপাঠন শুরু হবে। করোনা সংক্রান্ত সব ধরনের বিধি মেনেই স্কুল চালু হবে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের স্কুল শিক্ষা মন্ত্রী বর্ষা গায়কোয়াড়।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে স্কুল খোলার প্রস্তাবে সায় দিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেন, আগামী সপ্তাহ থেকে রাজ্য স্কুল খোলার ব্যাপারে মুখ্যমন্ত্রীর কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল। মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত ওই প্রস্তাবে সায় দিয়েছেন। মুখ্যমন্ত্রীর অনুমতি মেলায় ২৪ জানুয়ারি থেকে রাজ্যে সমস্ত স্কুল খোলা হবে। তবে প্রতিটি স্কুলকেই কঠোরভাবে মেনে চলতে হবে করোনাবিধি।
উল্লেখ্য, এর আগে মহারাষ্ট্রে স্কুল খুলে দেওয়া হয়েছিল। কিন্তু করোনার সংক্রমণ বিশেষ করে ওমিক্রন উদ্বেগজনকভাবে বেড়ে চলায় চলতি মাসের শুরুতেই স্কুল ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

   

শিক্ষামন্ত্রী এদিন বলেন, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই সরকার স্কুল খুলে সিদ্ধান্ত নিয়েছে। তবে এখনই রাজ্যের সর্বত্র সব স্কুল খুলছে না। যে সমস্ত এলাকায় সংক্রমণ যথেষ্ট কম বা নিয়ন্ত্রণে আছে শুধুমাত্র সেই সব এলাকাতেই স্কুল খুলে দেওয়া হবে।

উল্লেখ্য, স্কুল খোলার দাবি জানিয়ে অভিভাবক ও স্কুলের বিভিন্ন সংগঠন সরকারের কাছে আবেদন করেছিল। এমনকী অভিভাবকরা তাঁদের দাবিটি মুখ্যমন্ত্রীর কাছেও লিখিতভাবে জানিয়েছিলেন। ওই দাবি জানানোর পরই এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী জানালেন করোনা বিধি মেনে সোমবার থেকে রাজ্যে ফের স্কুল চালু হচ্ছে