গান্ধীর প্রতি অসম্মানজনক মন্তব্য করে ফের গ্রেফতার কালীচরণ

জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি কটুক্তি করায় ফের গ্রেফতার হলেন কালীচরণ মহারাজ। বুধবার রাতে ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে কালীচরণকে গ্রেফতার করে মহারাষ্ট্রের নাওপাডা থানার পুলিশ।…

Offensive remarks about Gandhiji, Kalicharan Maharaj arrested from Madhya Pradesh

জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি কটুক্তি করায় ফের গ্রেফতার হলেন কালীচরণ মহারাজ। বুধবার রাতে ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে কালীচরণকে গ্রেফতার করে মহারাষ্ট্রের নাওপাডা থানার পুলিশ।

নাওপাডা থানার আধিকারিক এসএন ধুমল এদিন জানিয়েছেন, ধৃত কালীচরণের বিরুদ্ধে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি অসম্মানজনক মন্তব্যের অভিযোগ রয়েছে। মহারাষ্ট্রের এনসিপি নেতা তথা রাজ্যের মন্ত্রী জিতেন্দ্র আওয়াদের অভিযোগের ভিত্তিতেই কালীচরণকে গ্রেফতার করা হয়েছে। 

উল্লেখ্য, এর আগে ২৬ ডিসেম্বর এক অনুষ্ঠানে গান্ধীর প্রতি অসম্মানজনক মন্তব্য করার কারণে কালীচরণকে গ্রেফতার করেছিল রায়পুর পুলিশ। মহারাষ্ট্রে কালীচরণের বিরুদ্ধে ফের নতুন করে অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতেই ফের তাঁকে গ্রেফতার করল পুলিশ। ট্রানজিট রিমান্ডে বৃহস্পতিবারই কালীচরণকে থানেতে নিয়ে আসা হয়েছে।

বারবার একই অভিযোগে কালীচরণকে গ্রেফতার করার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। কারণ গান্ধীর প্রতি অসম্মানজনক মন্তব্যের কারণে এর আগেও তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ।