বিধানসভা ভোটের মুখে আরও একটা মাস্টারস্ট্রোক দিল সরকার। এবার মহিলাদের নয়, ছেলেদের জন্য বিরাট ঘোষণা করল সরকার। দ্বাদশ পাশ করলে ৬০০০, ডিপ্লোমা পাঠরত থাকলে ৮০০০ টাকা এবং স্নাতক পাশ করা থাকলে ১০,০০০ টাকা করে পেয়ে যাবেন ছেলেরা। হ্যাঁ ঠিকই শুনেছেন।
আসলে মহারাষ্ট্রের এনডিএ সরকার লাডকি বাহিনী প্রকল্পের পরে লাডলা ভাই যোজনা (Ladla Bhai Yojana) চালু করেছে। দেবশায়নী একাদশীর দিন মহারাষ্ট্র সরকার ঘোষণা করেছে, দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ যুবকরা মাসে ৬ হাজার টাকা করে পাবে। ডিপ্লোমা যারা করছে তাঁরা প্রতি মাসে ৮ হাজার টাকা করে পাবেন। এছাড়া স্নাতক পাশ করা যুবকরা প্রতি মাসে ১০ হাজার টাকা করে পাবেন সরকারের কাছ থেকে।
মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, সরকার ছেলে ও মেয়েদের মধ্যে পার্থক্য করে না। লাডলা ভাই যোজনা বেকারত্বের সমাধান করবে। লাডলা ভাই প্রকল্পের আওতায় যুবকরা কারখানায় ট্রেনিং পাবেন এবং তাদের সরকারের পক্ষ থেকে উপবৃত্তি দেওয়া হবে। উল্লেখ্য, কয়েকদিন আগেই মহারাষ্ট্র সরকার সম্প্রতি লাডলি বেহনা যোজনা চালু করেছে, যার অধীনে ২১ থেকে ৬০ বছর বয়সী সমস্ত যোগ্য মহিলাদের প্রতি মাসে ১৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
বিধানসভা অধিবেশনে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বেকারত্বের প্রসঙ্গ তোলেন। মধ্যপ্রদেশ সরকারের মতো মহিলা ও যুবকদের আর্থিক সাহায্যের দাবি জানিয়েছিলেন তিনি। এরপরই নিজের দ্বিতীয় বাজেটে লাডলি বেহনা প্রকল্প নিয়ে আসেন অজিত পাওয়ার। এখন লাডলা ভাই প্রকল্প ঘোষণা করা হয়েছে। মনে করা হচ্ছে, এই লাডলি বেহনা ও লাডলা ভাই নির্বাচনে গেমচেঞ্জার হিসেবে প্রমাণিত হতে পারে।