Maharashtra Crisis: মুম্বইতে মহাযুদ্ধে নামছে ‘শিন্ডে সেনা’, তৈরি হচ্ছে শিব সেনা

আস্থা ভোট ঘিরে মহারাষ্ট্র (Maharashtra Crisis) জুড়ে তীব্র উত্তেজনা। বিদ্রোহী একনাথ শিন্ডের অনুগামী বিধায়করা বুধবার গুয়াহাটি থেকে মুম্বই ফিরছেন। তাদের উপর শিব সেনার মূল অংশের…

Maharashtra Crisis: মুম্বইতে মহাযুদ্ধে নামছে 'শিন্ডে সেনা', তৈরি হচ্ছে শিব সেনা

আস্থা ভোট ঘিরে মহারাষ্ট্র (Maharashtra Crisis) জুড়ে তীব্র উত্তেজনা। বিদ্রোহী একনাথ শিন্ডের অনুগামী বিধায়করা বুধবার গুয়াহাটি থেকে মুম্বই ফিরছেন। তাদের উপর শিব সেনার মূল অংশের সমর্থকদের রোষ এমনই যে কোনও মুহূর্তে হামলা হতে পারে। বিদ্রোহী বিধায়কদের আত্মীয় পরিজনরা আতঙ্কিত। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মুম্বইতে মহাযুদ্ধে নামছে ‘শিন্ডে সেনা’। তাদের রুখে দিতে তৈরি হচ্ছে শিব সেনা।

শিব সেনার বিদ্রোহীদের সংখ্যা বেশি বুঝে রাজ্যপালের সঙ্গে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। সব কিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার জরুরি অধিবেশন ডেকে আস্থা ভোটের নির্দেশ দেবেন রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি।

বুধবার গুয়াহাটি থেকে মুম্বই ফিরছেন শিন্ডে শিবিরের বিধায়করা। এর আগে সকালে কামাখ্যা মন্দিরে কড়া নিরাপত্তার ঘেরাটোপে পুজো দেন একনাথ শিন্ডে। মুম্বই ফিরে আস্থা ভোটের দাবি তুলতে পারেন তিনি।

Advertisements

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে মহারাষ্ট্রের সরকারে টলমল অবস্থা চলছিল৷ সুপ্রিম কোর্টের নির্দেশের পর খানিকটা অক্সিজেন পেয়েছে শিন্ডে শিবির। সেই সুযোগকে হাতে লাগিয়ে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে চায় একনাথ শিন্ডে শিবির।

গতকাল দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে আলোচনা সেরেই রাজভবনে উপস্থিত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। ফড়নবিশ সহ নির্দলের ৯ জন বিধায়ক মহারাষ্ট্রে আস্থা ভোটের দাবি জানান। তারপর আজই মুম্বই ফিরছেন একনাথ শিন্ডে সহ ৩৯ জন বিধায়ক৷ তাই সরকার নিয়ে চরম সংকটে উদ্ভব ঠাকরে।