Maharashtra: মহারাষ্ট্রে বাসের মধ্যে পুড়ে মৃত যাত্রীরা

পোড়া বাস থেকে আধপোড়া দেহগুলো বের করে এনেছেন দমকলকর্মীরা। ১১ জনের মৃত্যু হয়েছে। ঝলসে যাওয়া বাকিদের কয়েকজন গুরুতর জখম। এই ঘটনা শনিবার ভোরের। মহারাষ্ট্রের (Maharashtra)…

Maharashtra: মহারাষ্ট্রে বাসের মধ্যে পুড়ে মৃত যাত্রীরা

পোড়া বাস থেকে আধপোড়া দেহগুলো বের করে এনেছেন দমকলকর্মীরা। ১১ জনের মৃত্যু হয়েছে। ঝলসে যাওয়া বাকিদের কয়েকজন গুরুতর জখম। এই ঘটনা শনিবার ভোরের। মহারাষ্ট্রের (Maharashtra) নাসিকে একটি বাসে ভয়াবহ আগুন লেগে পুড়ে মৃত যাত্রীরা।

নাসিক পুলিশ জানিয়েছে শনিবার রাতে নাসিকে বাসে আগুন লাগে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা৷

জানা গেছে, মুম্বাইগামী একটি বিলাসবহুল বাসের একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷ নাসিক ও ঔরঙ্গাবাদের পথে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।বাসটিতে আগুন ধরে যায়।

Advertisements

এলাকাবাসী জানিয়েছেন, বাসটি ৫০-৬০ ফুট খাদের নিচে পড়ে যায়। যাত্রীরা প্রাণ ভয়ে বাঁচাতে বাস থেকে লাফ দেওয়ার চেষ্টা করেন। বহু যাত্রী গুরুতর আহত হয়েছেন৷ পুলিশ জানিয়েছে, বাসে প্রায় ৩০ থেকে ৩২ জন ছিলেন।