LPG Price: পুজোর মরসুমে ফের কমল গ্যাসের দাম

পুজোর মরসুমে ব্যাপক সুখবর। এক ধাক্কায় অনেকটাই কমল বাণিজ্যিক (LPG) গ্যাস সিলিন্ডারের দাম। এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা কমানো হয়েছে। তবে এই দাম কমানো হয়েছে শুধুমাত্র বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রেই। যেখানে ১৪.২ কেজির গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার পুরনো দামেই পাওয়া যাচ্ছে।

১ সেপ্টেম্বর থেকে দিল্লিতে ১ ইন্ডেনের ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৯১.৫০ টাকা, কলকাতায় ১০০ টাকা, মুম্বইয়ে ৯২.৫০ টাকা, চেন্নাইতে ৯৬ টাকা সস্তা হবে। বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমার সুফল মিলবে দেশের প্রায় প্রতিটি কোণায়।

   

আজ থেকে দিল্লিতে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯৭৬.৫০-এর বদলে হবে ১৮৮৫ টাকা। একই সঙ্গে কলকাতায় এখন দাম কমে দাঁড়িয়েছে ১৯৯৫.৫ টাকায়। আগে যেখানে ছিল ২০৯৫ টাকা। মুম্বইয়ে সিলিন্ডারের দাম কমে হয়েছে ১৮৪৪ টাকা। গত ৬ জুলাই থেকে দেশীয় সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন আসেনি। অর্থাৎ, সিলিন্ডার এখনও একই দামে পাওয়া যাবে। দিল্লিতে ইন্ডেনের দাম পড়বে ১০৫৩ টাকা, কলকাতায় ১০৭৯ টাকা, মুম্বইয়ে ১০৫২ টাকা, চেন্নাইয়ে ১০৬৮ টাকা।

 

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন