সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ৪ জুন ৫৪৩টি লোকসভা আসনের (Lokabha Election 2024) ফলাফল ঘোষণা হবে। আজকেই জানা যাবে দিল্লির মসনদে কে বসতে চলেছে। ইতিমধ্যে সকাল থেকে তোরজোড় শুরু হয়ে গিয়েছে দিকে দিকে। এদিকে দিকে দিকে খোলা হচ্ছে স্ট্রং রুম।
এমনিতে মঙ্গলবার ৪ জুন লোকসভা ভোটের গণনা শুরু হবে সকাল ৮টায়। এদিকে মধ্যপ্রদেশে ভোট গণনার আগে ইন্দোর জেলায় স্ট্রং রুম খোলা হচ্ছে। অন্যদিকে লোকসভা নির্বাচনের ভোট গণনার আগে বেঙ্গালুরু জেলায় স্ট্রং রুম খোলা হচ্ছে।
গণনার দিন সকাল ৭টা নাগাদ প্রতিটি দলের প্রার্থী বা তাঁদের প্রতিনিধিদের উপস্থিতিতে স্ট্রং রুমের তালা খুলে দেওয়া হয়। এ সময় রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষকও উপস্থিত থাকেন। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়। এরপর ইভিএমের কন্ট্রোল ইউনিট (চবি) গণনার টেবিলে আনা হয়। এই প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করা হয়। নজরদারিও করা হয় সিসিটিভিতেও। একবার ইভিএম ভেতরে রাখলে এখানে একটা মশাও প্রবেশ করতে পারে না। এই স্ট্রং রুমে মোতায়েন নিরাপত্তারক্ষীরা ছাড়াও ভোট গণনার জন্য এই ইভিএম বের হলেই কারও রি-এন্ট্রি হয়।
#WATCH | Madhya Pradesh: Strong room being opened in Indore district ahead of the counting of votes for the #LokSabhaElections2024
Vote counting for #LokSabhaElections2024 to begin at 8 am.
(Source: Madya Pradesh I&PR) pic.twitter.com/qr7ZXfyZsA
— ANI (@ANI) June 4, 2024
#WATCH | Madhya Pradesh: Strong room being opened in Indore district ahead of the counting of votes for the #LokSabhaElections2024
Vote counting for #LokSabhaElections2024 to begin at 8 am.
(Source: Madya Pradesh I&PR) pic.twitter.com/qr7ZXfyZsA
— ANI (@ANI) June 4, 2024
#WATCH | Karnataka: Strong room being opened in Bengaluru district ahead of the counting of votes for the #LokSabhaElections2024
The counting of votes will begin at 8 am. pic.twitter.com/ACGhbarIbx
— ANI (@ANI) June 4, 2024