Loksabha Election 2024: ৫৪৩ নয়, ৫৪২টি আসনে শুরু হল ভোট গণনা

অপেক্ষার অবসান ঘটিয়ে ৪ জুন সকাল ৮টা থেকে শুরু হল ভোট গণনা। আজ মঙ্গলবার ৫৪৩টি সংসদীয় আসনের মধ্যে ৫৪২টিতে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হচ্ছে আজ। প্রথমে…

অপেক্ষার অবসান ঘটিয়ে ৪ জুন সকাল ৮টা থেকে শুরু হল ভোট গণনা। আজ মঙ্গলবার ৫৪৩টি সংসদীয় আসনের মধ্যে ৫৪২টিতে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হচ্ছে আজ। প্রথমে পোস্টাল ব্যালট গণনা শুরু হবে।

অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা বিধানসভা নির্বাচনের পাশাপাশি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও গণনা চলছে। ইভিএমে মোট ৮ হাজার ৩৬০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হয়েছে। শেষ দফার ভোটের পর অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাসে এনডিএ জোটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচ্চাভিলাষী ৪০০ আসন অতিক্রম করার লক্ষ্যমাত্রার কাছাকাছি দেখানো হয়েছে, যেখানে ‘ইন্ডি’ জোট ১৮০ আসন অতিক্রম করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

   

আজ মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলের সঙ্গে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার বিধানসভা নির্বাচনের ফলাফলও ঘোষণা করা হবে। গুজরাটের সুরাট আসন থেকে বিজেপি প্রার্থীকে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করায় ৫৪২ টি লোকসভা আসনে ভোট গণনা অনুষ্ঠিত হবে।