Loksabha Election 2024: আজ রাহুল-হেমা মালিনী-থারুরদের ভাগ্য নির্ধারণ

সকাল থেকেই শুরু হয়েছে দ্বিতীয় দফার লোকসভা ভোট (Loksabha Election 2024)। ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে মোট ১২০২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে…

সকাল থেকেই শুরু হয়েছে দ্বিতীয় দফার লোকসভা ভোট (Loksabha Election 2024)। ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে মোট ১২০২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ শুক্রবার। যে ৮৮টি আসনে ভোট হচ্ছে, তার মধ্যে অনেক আসনেই এমন রয়েছে যেখানে সকলের ভাগ্য একপ্রকার ঝুলে রয়েছে। এঁদের মধ্যে রয়েছেন ওয়ানাড থেকে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, ছয়জন কেন্দ্রীয় মন্ত্রী, দু’জন প্রাক্তন মুখ্যমন্ত্রী, লোকসভার স্পিকার এবং বেশ কয়েকজন প্রাক্তন মন্ত্রী।

যেমন এবারে কেরলের ওয়েনাড আসন থেকে ফের লড়ছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ২০১৯ সালে এখান থেকেই জিতেছিলেন রাহুল। এবার তিনি লড়ছেন বিজেপির কে সুরেন্দ্রন ও সিপিআইয়ের অ্যানি রাজার বিরুদ্ধে। ২০১৯ সালে ওয়েনাড লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ছিল ৮০.৩৭ শতাংশ। এছাড়া কেরলের তিরুবনন্তপুরম আসনের রাজনৈতিক লড়াইও বেশ আকর্ষণীয়। কংগ্রেস আবার এখান থেকে শশী থারুরকে টিকিট দিয়েছে। অন্যদিকে বিজেপি এই আসন থেকে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরকে প্রার্থী করেছে। রাজীব চন্দ্রশেখর রাজ্যসভার সাংসদ ছিলেন এবং এবারে লোকসভা নির্বাচনে নিজের ভাগ্য পরীক্ষা করছেন। তিরুবনন্তপুরম আসন থেকে রাজ্যে ক্ষমতায় থাকা বাম দলগুলির প্রার্থী হলেন সিপিআইয়ের পান্নিয়ান রবীন্দ্রন। ২০১৯ সালে কংগ্রেস থেকে জিতেছিলেন শশী থারুর। গত নির্বাচনে ভোট পড়েছিল ৭৩ দশমিক ৭৪ শতাংশ।

উত্তরপ্রদেশের অন্যতম জনপ্রিয় আসন মথুরা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেত্রী হেমা মালিনী। তিনি বিজেপির টিকিটে তৃতীয়বারের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমানে হেমা মালিনী মথুরা লোকসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন। এবার কংগ্রেসের মুকেশ ধাঙ্গড় এবং বিএসপির সুরেশ সিং প্রতিদ্বন্দ্বী। এর আগে হেমা মালিনীর বিরুদ্ধে বক্সার বিজেন্দর সিংকে প্রার্থী করবে বলে কথা শোনা গেলেও পরে বক্সার বিজেপিতে যোগ দেন এবং খেলা ঘুরে যায় দলের। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হেমা মালিনী বিজেপির টিকিটে মথুরা লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন। ওই নির্বাচনে ভোট পড়েছিল ৬১.০৮ শতাংশ।