Loksabha Election 2024: ভোটে প্রবল হামলা মৌমাছির, ত্রিপুরায় বহু ভোটার হুলবিদ্ধ

ছাপ্পার গুরুতর অভিযোগের পাশাপাশি ভোটে মৌমাছি সন্ত্রাস! হুলবিদ্ধ বহু ভোটার। লাইন থেকে অনেক ভোটার পালালেন। এমনই পরিস্থিতি পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোটে। Loksabha Electon 2024…

ছাপ্পার গুরুতর অভিযোগের পাশাপাশি ভোটে মৌমাছি সন্ত্রাস! হুলবিদ্ধ বহু ভোটার। লাইন থেকে অনেক ভোটার পালালেন। এমনই পরিস্থিতি পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোটে। Loksabha Electon 2024 এর দ্বিতীয় দফায় এ রাজ্যে ভোট চলছে। ত্রিপুরায় মোট দুটি আসন।

এমন মৌমাছি হামলার ঘটনা খোয়াই বারবিল ঋষিপাড়া এলাকায়। ঘটনাস্থল থেকে আহত ভোটারদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন দমকল কর্মীরা। তাদের প্রত্যেকেরই চিকিৎসা চলছে খোয়াই জেলা হাসপাতালে। মৌমাছি হানায় আতঙ্কিত ভোটাররা। ভোট কেন্দ্রের মাঠে মৌমাছির কামড়ে গুরুতর আহত প্রায় ১০ জন ভোটার

পূর্ব ত্রিপুরা লোকসভা আসনটি উপজাতি অধ্যুষিত পার্বত্য অ়ঞ্চলের। জানা গেছে, পূুূর্ব ত্রিপুরার বিভিন্ন বুথে হামলা ও রিগিংয়ের আশঙ্কা আছে এমন লাগাতার অভিযোগ জমা পড়েছিল নির্বাচন কমিশনের কাছে। তবে মৌমাছিদের হামলা হবে তা বোঝা যায়নি।

এদিকে রিগিং অভিযোগে বিপর্যস্ত কমিশন সুষ্ঠু ভোটের আশ্বাস দিলেও বিরোধী দল সিপিআইএমের দাবি, পোস্টাল ব্যালটে বাড়ি বাড়ি ভোট কর্মসূচিতে প্রকাশ্যে বিজেপি এজেন্টরা ছাপ্পা করেছিল। ভিডিও ভাইরাল হওয়ার ফলে কমিশন বিতর্কে জড়ায়। শাসকদল বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। এই আসনে বিজেপি বনাম বাম-কংগ্রেস জোটের মূল লড়াই।

নির্বাচনে পূর্ব ত্রিপুরায় বিজেপির প্রার্থী রাজকুমারী কৃতী দেববর্মা। তাঁর প্রতিদ্বন্দ্বী বাম-কংগ্রেস জোটের রাজেন্দ্র রিয়াং। এদিকে ভোটের ঠিক আগে বিজেপি রাজ্য সহসভাপতির কটাক্ষ দলীয় প্রার্থী ‘এজেন্ট’! প্রার্থীর বিরুদ্ধেই নীরব-সরবে বয়কটের বার্তা দেন BJP নেতাদের একাংশ। লোকসভা  নির্বাচনের দ্বিতীয় দফার নির্বাচনের আগে এমন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিজেপি। এদিকে হু হু করে বিক্ষোভ ছড়াচ্ছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের গ্রাম-পাহাড়ে। এ রাজ্যে সরকারে থাকা দল বিজেপি বনাম প্রধান বিরোধী দল সিপিআইএমের মূল লড়াই।

উত্তর পূর্বাঞ্চলের বাংলাভাষী প্রধান রাজ্য ত্রিপুরা। রাজ্যের পূর্ব লোকসভা আসনটি উপজাতি অধ্যুষিত।  ককবরকভাষী পূর্ব ত্রিপুরা এলাকায় বিজেপির প্রার্থী  সর্বশেষ বিধানসভা ভোটে পূর্ব ত্রিপুরায় উপজাতি দল তিপ্রা মথা বিজয়ী হয়ে প্রধান বিরোধী দল হয়েছিল। তবে দলটির সুপ্রিমো তথা ত্রিপুরা রাজ পরিবার সদস্য প্রদ্যোত দেববর্মা বিজেপির সঙ্গে আপোষ করেন। বিরোধী দল সামিল হয় সরকারে। সিপিআইএম হয় বিরোধী দল।

রাজা প্রদ্যোত ও বিজেপির সম্পর্ক নিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপির উপজাতি মোর্চার নেতৃত্ব প্রবল ক্ষুব্ধ। তেমনই ক্ষোভ ছড়িয়েছে রাজার তৈরি তিপ্রা মথা দলে। তবে দ্বিতীয় দফার নির্বাচনের আগে শাসকদল বিজেপির অভ্যন্তরে হলো বিস্ফোরণ। রাজা প্রদ্যোত কিশোর দেববর্মাকে দালাল বললেন বিজেপি রাজ্য সহসভাপতি পাতালকন্যা জমাতিয়া।

দলীয় রাজ্য সহসভাতি পাতালকন্যার এমন ভাষণে প্রবল অস্বস্তিতে সভাপতি রাজ্য রাজীব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আর সিপিআইএমের রাজ্য সম্পাদক ও  বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরীর কটাক্ষ, উপজাতিদের ভুল বুঝিয়েছে বিজেপি সেটা উপজাতিরা ধরতে পেরে ভোটে জবাব দেবেন। বিগত বাম জমানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন, রাজ্যবাসী জানেন বিজেপির বিভেদকামী দল।

পার্বত্য ত্রিপুরার অম্তর্গত পূর্ব আসনে তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরের বোন কৃতি দেবী দেববর্মাকে বিজেপি প্রার্থী করার পর প্রার্থী নিয়ে বিজেপির জনজাতি মোর্চার মধ্যে ক্ষোভ চরমে। গতবারের বিজেপি সাংসদ রেবতি ত্রিপুরা, দলটির সহসভাপতি পাতালকন্যা জমাতিয়া সহ বিজেপির জনজাতি মোর্চার অধিকাংশ নেতৃত্ব অনুপস্থিত ছিলেন প্রচারে। প্রদেশ বিজেপি নেতৃত্ব সেই ক্ষোভ সামাল দিতে পারেননি। তিনি বলেন, প্রদ্যোত দেববর্মা কোনোদিন বিজেপির ফ্ল্যাগ হাতে নেননি। তিনি বিজেপির ক্ষতি করছেন। কী করে বিজেপির প্রার্থী হলেন রাজার বোন তা নিয়েই বিক্ষোভ।