প্রোটেম স্পিকার ইস্যুতে এককাট্টা বিরোধীরা! লোকসভার অধিবেশনের আগে চিন্তায় NDA

ভোটের ফলাফলের নিরিখে একক সংখ্যাগরিষ্ঠ দল হলেও সরকার গঠনে (Pro Tem Speaker) শরিকদের সাহায্য নিতে বাধ্য হয়েছে বিজেপি। মন্ত্রিত্ব থেকে শুরু করে স্পিকার নির্বাচন, বিভিন্ন…

ভোটের ফলাফলের নিরিখে একক সংখ্যাগরিষ্ঠ দল হলেও সরকার গঠনে (Pro Tem Speaker) শরিকদের সাহায্য নিতে বাধ্য হয়েছে বিজেপি। মন্ত্রিত্ব থেকে শুরু করে স্পিকার নির্বাচন, বিভিন্ন ইস্যুতে এনডিএ-র অন্দরেই ক্ষোভের আগুন জ্বলছে। এরই মধ্যে প্রোটেম স্পিকার (Pro Tem Speaker) নিয়ে সুর চড়িয়েছে বিরোধী দলগুলি। সহায়কের পদে বসবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিন বিরোধী সাংসদ।

লোকসভা প্রথম অধিবেশন শুরুর কয়েকদিন আগে বিরোধীরা এভাবে একজোট হওয়ার ব্যাপক চাপে পড়েছে এনডিএ শিবির। রীতিমাফিক বিরোধী দলের সাংসদকে এবার প্রোটেম স্পিকার নির্বাচিত করা হয়নি। কংগ্রেসের কেরলের সাংসদ কে সুরেশের বদলে রাষ্ট্রপতি ওড়িশার বিজেপি সাংসদ ভর্তৃহরি মহতাবকে লোকসভার প্রোটেম স্পিকার নিয়োগ করা হয়েছে।

   

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মহতাবকে প্রোটেম স্পিকার হিসেবে নির্বাচিত করতেই ক্ষোভ উগড়ে দিয়েছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি। প্রোটেম স্পিকার সমস্ত সাংসদদের শপথবাক্য পাঠ করান। তাঁকে এই কাজে সাহায্য করার জন্য একটি প্যানেল গঠন করেছেন রাষ্ট্রপতি। তাতে রয়েছেন তিন বিরোধী সাংসদ।

রেল যাত্রীদের জন্য সুখবর! ১৮ কোটিরও বেশি মানুষ পাবেন এই বড় সুবিধা

কিন্তু এনডিএ সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন, প্রোটেম স্পিকারকে সাহায্যের দায়িত্ব পালন করবেন না তাঁরা। প্রোটেম স্পিকারের পদ নির্বাচনে ‘অনিয়ম’-এর প্রতিবাদে সহায়কের দায়িত্ব পালন করবেন না তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। দুই বিরোধী সাংসদ কে সুরেশ এবং টিআর বালুও একই পথে হাঁটবেন।

বিরোধীরা এককাট্টা হওয়ায় চিন্তার ভাঁজ শাসক এনডিএ-এর কপালে। কারা কারা প্রোটেম স্পিকারকে সহযোগিতা করবেন, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। আগামী ২৪ জুন ১৮-তম লোকসভার প্রথম অধিবেশন শুরু হবে। নতুন সাংসদরা ২৪ এবং ২৫ জুন শপথ গ্রহণ করবেন। আর স্পিকার নির্বাচন ২৬ জুন অনুষ্ঠিত হবে।

মমতার প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন বিজেপি সাংসদ, শুরু জল্পনা

এদিকে ঠিক কোন কারণে সুরেশের বদলে ভর্তৃহরিকে প্রোটেম স্পিকার নির্বাচিত করা হয়েছে, সেই ব্যাখ্যা দিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। তাঁর যুক্তি, ভর্তৃহরি মহতাব ১৯৯৮ সাল থেকে টানা সাংসদ পদে রয়েছে। অন্যদিকে সুরেশ ৮ বার সাংসদ হলেও ১৯৯৮ এবং ২০০৪ সালে লোকসভার সদস্য ছিলেন না। তাই ভর্তৃহরিকে বেছে নেওয়া হয়েছে।