শ্রীনগর: কাশ্মীরের বন্দিপোরায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম লস্কর-ই-তইবা (LeT) সংগঠনের শীর্ষ কমান্ডার আলতাফ লালি। গত মঙ্গলবার, ২২ এপ্রিল, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পরই এই অভিযান শুরু হয়৷
কাশ্মীর জুড়ে জঙ্গিদমন অভিযান
পহেলগাঁও হামলার ৭২ ঘণ্টা পেরনোর আগেই কাশ্মীর জুড়ে জঙ্গিদমন অভিযানে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। নিহত আলতাফ লালি কাশ্মীরে লস্করের অন্যতম কম্যান্ডার এবং রিক্রুটার ছিল বলে সেনা সূত্রে খবর। পহেলগাঁও হামলার সঙ্গে লালির সরাসরি যোগ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
শুক্রবার ভোরে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী বন্দিপোরায় একটি গোপন অভিযান শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসবাদীদের অবস্থান নিশ্চিত হওয়ার পর নিরাপত্তা বাহিনী তাদের বিরুদ্ধে অভিযানে নামে। গুলির লড়াইয়ে এক জঙ্গি আহত হয়৷ দুই পুলিশকর্মীও আহত হন, তাঁরা একজন উচ্চপদস্থ কর্মকর্তার নিরাপত্তা দলের সদস্য ছিলেন।
মোদীর ঘোষণা let commander killed kashmir
পহেলগাঁও হামলার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, জঙ্গীদের খুঁজে বার করে মারা হবে৷ সমূলে উপড়ে ফেলা হবে সন্ত্রাসবাদীদের৷ তাঁর ঘোষণার আগেই কাশ্মীর জুড়ে অভিযানে নেমে পড়েন সেনারা৷ সেই অভিযানে এল সাফল্য৷
ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শ্রীনগরে পৌঁছে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি জানান, “এটি লস্কর জঙ্গিদের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক অভিযানের অংশ৷ পহেলগাঁও হামলায় অভিযুক্ত সন্ত্রাসবাদীদের ধরার জন্য আমরা তৎপর রয়েছি।”
লালি নিহত
লস্কর-ই-তইবা কমান্ডার আলতাফ লালি নিহত হওয়ার পর, নিরাপত্তা বাহিনীর কাছে এটি বড় এক সফলতা হিসেবে চিহ্নিত হচ্ছে। পহেলগাঁও হামলায় সরাসরি তার যোগসূত্র ছিল। সেনাবাহিনী এখন আরও কিছু এলাকায় জঙ্গিজের বিরুদ্ধে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে।
Bharat: Top Lashkar-e-Taiba (LeT) commander, Altaf Lali, killed in an encounter with security forces in Bandipora, Kashmir. Operation launched after the Pahalgam attack. One terrorist injured, two police personnel also injured.