Lata Mangeshkar : আইসিইউতে ভর্তি লতা মঙ্গেশকর, করোনা পজিটিভ

করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে সূত্র মারফত। বর্তমানে তিনি ভর্তি রয়েছেন হাসপাতালে। চিকিৎসকদের চিন্তায় তাঁর বয়স।…

Lata Mangeshkar : আইসিইউতে ভর্তি লতা মঙ্গেশকর, করোনা পজিটিভ

করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে সূত্র মারফত। বর্তমানে তিনি ভর্তি রয়েছেন হাসপাতালে। চিকিৎসকদের চিন্তায় তাঁর বয়স।

মঙ্গলবার কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। এখন তাঁর বয়স ৯২। ভর্তি রয়েছেন আইসিইউ-তে। যদিও পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়েছে অভয়-বার্তা। যদিও বয়সের পাশাপাশি স্বাস্থ্যগত সমস্যার কারণেও চিন্তায় পড়েছেন তাঁর ভক্তরা।

পড়ুন: Covid 19: করোনায় আক্রান্ত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়

এর আগে ২০১৯ সালের নভেম্বরে শ্বাসকষ্টের কারণে লতা মঙ্গেশকরকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই সময় ছোট বোন ঊষা বলেছিলেন, ‘ ভাইরাল সংক্রমণ হয়েছে’।

বর্তমান পরিস্থিতি সম্পর্কে ভাগ্নি রচনা জানিয়েছেন, ‘উনি দ্রুত উন্নতি করার চেষ্টা করছেন। বয়সজনিত কারণের কথা মাথায় রেখে ক্রিটিকাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। আপনারাও দিদির আরোগ্য কামনায় শামিল হোন।’

Advertisements

আরও পড়ুন: Covid 19 : টেস্ট করালেই ওমিক্রন না করালেই ক্যালপল

সাত দশকেরও বেশি সময় অতিক্রান্ত৷ শিল্পপ্রেমী মানুষের কানে এখনও ভেসে আসে লতার সুর। ব্যক্তগিত কেরিয়ারে হিন্দি ছবির পাশাপাশি আঞ্চলিক সিনেমার জন্যও গান গেয়েছেন তিনি। শেষ পূর্ণ অ্যালবাম প্রয়াত চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়া পরিচালিত ২০০৪ সালের ‘বীর জারা’। মঙ্গেশকর শেষবার গেয়েছিলেন ‘সৌগান্ধ মুঝে ইজ মিট্টি কি’, যা ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানাতে ৩০ মার্চ, ২০২১ তারিখে মুক্তি পেয়েছিলেন ২০০১ সালে সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্নে তিনি ভূষিত হয়েছিলেন। পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদা সাহেব ফালকে এবং একাধিক জাতীয় চলচ্চিত্র সহ একাধিক পুরস্কার পেয়েছেন তিনি।