Covid 19 : টেস্ট করালেই ওমিক্রন না করালেই ক্যালপল

‘টেস্ট করালেই ওমিক্রন, না করালে ক্যালপল’, নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে এই মিমটি। সাধারণ মানুষের মনে এক ‘ষড়যন্ত্র’র থিওরি গাঁথতে শুরু করেছে সম্প্রতি। রাজ্য এবং কেন্দ্র…

Covid 19

‘টেস্ট করালেই ওমিক্রন, না করালে ক্যালপল’, নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে এই মিমটি। সাধারণ মানুষের মনে এক ‘ষড়যন্ত্র’র থিওরি গাঁথতে শুরু করেছে সম্প্রতি। রাজ্য এবং কেন্দ্র সরকারির মনোভাব; আরও ভালো করে বললে রাজনীতি এর জন্য দায়ী। মনে করছেন সমাজের বোদ্ধাদের একাংশ।

প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের (Covid 19) সময় যারপরনাই ছড়িয়েছিল আতঙ্ক। সরকারের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছেন আম-নাগরিক। রাজনৈতিক নেতাদের নির্দেশে রাস্তা হয়েছে শুনশান। আবার তাঁদেরই সৌজন্যে কাতারে কাতারে মানুষ নেমেছেন রাস্তায়। জীবনের থেকেও কি রাজনীতির মূল্য বেশি, এই প্রশ্ন উঠেছে একাধিকবার। এখন তার ব্যতিক্রম হয়েছে এমনটা মনে করার মতো কোনো কারণ বোধহয় নেই।

তৃতীয় ঢেউ আসতে নাকি এখনও দেরি। অর্থাৎ ঘরে ঘরে এই জ্বর জ্বালা আদৌ থার্ড ওয়েভের প্রভাব নয় বলে দাবি করেছেন বিশেষজ্ঞদের কেউ কেউ। পশ্চিমবঙ্গে তিন সপ্তাহে কোভিড রোগীর সংখ্যা বেড়েছে ৩০ গুণ- পরিসংখ্যান কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। সামনেই একাধিক এলাকার পুরভোট। করোনাকে হাতিয়ার করতেই পারে কেন্দ্র। কিন্তু হাতিয়ার করবে কোন মুখে! কেন্দ্র শাসিত দলের নেতারাই যে জুতোর তলায় পিষে চলেছেন করোনা নিয়ম-বিধি। চলছে ভোট প্রচার, হচ্ছে ভিড়। নেতার মুখেই মাস্ক নেই। ‘খেলতে’ নেমেছেন তিনি।

সন্দেহ হয়, পরিস্থিতি যদি সত্যিই গুরুতর হয় তাহলে নেতারাও কি গুটিয়ে ফেলতেন না নিজেদের৷ তাঁরাই তো দেখাচ্ছেন ডোন্ট কেয়ার মনোভাব- ‘স্যার, শুধু মুখে নয় কাজেও করে দেখান’। জনপ্রতিনিধিরাই যদি ভয়ডরহীনভাবে ঘুরে বেড়ান তাহলে সাধারণ মানুষের পায়ে কেন থাকবে বেড়ি?

সম্প্রতি চমকে দেওয়ার মতো কিছু মতামত সামনে এসেছে। ডেল্টা, ওমিক্রন এসেছে। আগামী দিনে আরও একাধিক করোনা উপপ্রজাতির নাম শোনা গেলেও আশ্চর্যের কিছু নেই। আন্তর্জাতিক মহলেও মিলতে শুরু করেছে এক ষড়যন্ত্রের গন্ধ। যেখানে জড়িয়ে থাকতে পারে রাষ্ট্রযন্ত্র৷ শুধু বাংলা কিংবা ভারত নয়৷ বিদেশেও নেতারা খুলে ফেলেছেন মাস্ক। বরিস জনসন মদের আসরে হয়েছে মত্ত। ‘নেগেটিভিটিতেই চলে শো’- পর্দার ওপারে এমনটাও শোনা গিয়েছে অতীতে। বাস্তবেও নেই নেতিবাচকতা, ভয়ের পরিবেশ। ‘টেস্ট করালেই করোনা’।