অগ্নিপথ প্রকল্পকে হাতিয়ার করে মোদীকে তোপ লালু-ওয়াইসির

অগ্নিপথ প্রকল্পকে ঘিরে অগ্নিগর্ভ দেশ। দেশের একাধিক রাজ্য বিশেষ করে বিহার, হরিয়ানায় চরম বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। এবার এই নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন অল ইন্ডিয়া মজলিস…

অগ্নিপথ প্রকল্পকে ঘিরে অগ্নিগর্ভ দেশ। দেশের একাধিক রাজ্য বিশেষ করে বিহার, হরিয়ানায় চরম বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। এবার এই নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন অল ইন্ডিয়া মজলিস এ ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। সেইসঙ্গে কেন্দ্রীয় সরকারকে সেনাবাহিনীর প্রতি করুণা করতে বলেছিলেন।

টুইটারে প্রধানমন্ত্রী মোদীকে ট্যাগ করে ওয়েইসি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আপনার “কৃচ্ছ্রসাধনের” আবার অভাব রয়েছে – টিভিতে ফিরে আসুন এবং এই টিওডি ব্রেক রিক্রুটমেন্ট স্কিমটি দ্রুত প্রত্যাহার করুন। দেশের অর্থনীতি, সামাজিক সম্প্রীতি ও কৃষি ব্যবস্থাকে ধ্বংস করার পর অন্তত সেনাবাহিনীর প্রতি দয়া করুন।

   
Advertisements

এদিকে, অগ্নিপথ প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বড়সড় আক্রমণ শানিয়েছে বিহারের প্রধান বিরোধী দল আরজেডিও। আরজেডি-র বক্তব্য, অগ্নিবীর নিয়োগ এখনও শুরুই হয়নি যে খুশিতে অগ্নিবীররা বিহারের নওয়াদার বিজেপি অফিসে ‘আগুন’ লাগিয়ে দেয়। নিন্দনীয়! অগ্নিবীরদের মধ্যে যে এত আগুন লেগেছে, তা জানতেও পারতেন না ‘অগ্নিপথ’ প্রকল্পের নির্মাতারা।