উপমুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা, অগ্নিপথে অগ্নিগর্ভ বিহার

কেন্দ্র সরকারের ‘চুক্তি ভিত্তিক অস্থায়ী সেনা নিয়োগ’ অথবা অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় ফের উত্তপ্ত হয়ে উঠল গোটা বিহার। বৃহস্পতিবার বিধায়কের গাড়িতে হামলার পর শুক্রবার বিহারের উপমুখ্যমন্ত্রী…

কেন্দ্র সরকারের ‘চুক্তি ভিত্তিক অস্থায়ী সেনা নিয়োগ’ অথবা অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় ফের উত্তপ্ত হয়ে উঠল গোটা বিহার। বৃহস্পতিবার বিধায়কের গাড়িতে হামলার পর শুক্রবার বিহারের উপমুখ্যমন্ত্রী রেণু দেবীর বাড়িতে হামলা বিক্ষোভকারীদের। এমনকি ইঁট ছোঁড়া হয় তাঁর বাড়িতে।

গত দুই দিন ধরে দেশের একাধিক জায়গায় অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে চলছিল আন্দোলন কর্মসূচি। শুক্রবার সকাল থেকেও সেই প্রভাব দেখা গেল বিহার জুড়ে৷ জানা গিয়েছে, মহিউদ্দিনগর স্টেশনে জম্মু তাওয়াই-গুয়াহাটি এক্সপ্রেসের দুটি বগিতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে৷ লক্ষ্মীসরাইতে একটি প্যাসেঞ্জার ট্রেনে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। এদিনেও বিহারের বক্সার, পুর্নিয়া, আরা, বেগুসরাই জুড়ে বিক্ষোভে শামিল হয়েছে আন্দোলনকারীরা।

একইসঙ্গে এদিন বেতিয়া রেলওয়ে স্টেশনের ওপরেও শুরু হয় বিক্ষোভ। লাখমিনিয়া স্টেশনে রেলওয়ে লাইনের ওপরেই টায়ার জ্বালিয়ে শুরু বিক্ষোভ৷ সকাল থেকেই বিহারের একাধিক রাস্তার ওপরেও শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচি। সুপলের একটি ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়। ভোজপুরের কুলদাহিয়া স্টেশনে আরও একটি ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়।

এদিন সকালবেলা মুজফফপুরে রেললাইনের ওপর শুরু হয় অবরোধ। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে। সেখান থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অগ্নিপথ প্রকল্পের বিরোধীতায় বিক্ষোভের আঁচ এ বার বাংলাতেও। শুক্রবার সকালে ঠাকুরনগরে চলে রেল অবরোধ। যার জেরে ব্যস্ত সময়ে চরম দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা। বিক্ষোভের জেরে শিয়ালদহ-বনগাঁ শাখায় রেল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল ৭টা ৪৯ মিনিট নাগাদ অবরোধ শুরু হয়।

অন্যদিকে, গত দু’দিন ধরে দেশজুড়ে বিক্ষোভের জেরে অগ্নিপথ প্রকল্পে বিশেষ ছাড় দিয়েছে কেন্দ্র সরকার৷সরকার সিদ্ধান্ত নিয়েছে, ২০২২ সালে প্রস্তাবিত অগ্নিপথ প্রকল্পে নিয়োগের ক্ষেত্রে এককালীন ছাড় দেওয়া হবে। নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২৩ করা হচ্ছে। কিন্তু চাকরী প্রত্যাশীদের দাবী, এধরনের চুক্রিভিত্তিক নিয়োগ চলবে না। সাধারণভাবেই নিয়োগ করতে হবে।