দিল্লির ফ্ল্যাট থেকে উদ্ধার বিস্ফোরক ও জাল নথি, তদন্ত শুরু পুলিশের

দিল্লির একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল ৩ কেজি বিস্ফোরক। বৃহস্পতিবার দিল্লির পুরনো সীমাপুরিতে একটি ব্যাগের ভিতর থেকে ৩ কেজি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) উদ্ধার করেছে।…

দিল্লির একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল ৩ কেজি বিস্ফোরক। বৃহস্পতিবার দিল্লির পুরনো সীমাপুরিতে একটি ব্যাগের ভিতর থেকে ৩ কেজি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) উদ্ধার করেছে। বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিশ। তখনই জানা যায়, যারা ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিল তাদের সমস্ত নথি জাল।

পুলিশ সূত্রে খবর, সন্দেহভাজনরা জাল নথি ব্যবহার করে দিল্লির উত্তর-পূর্ব অংশে ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিল। সম্পত্তির মালিক তাদের ভাড়া দেওয়ার আগে পুলিশ ভেরিফিকেশন করেননি। অ্যাপার্টমেন্টের মালিক কাসিম। শাকিল নামের এক প্রপার্টি ডিলারের মাধ্যমে অ্যাপার্টমেন্টের দ্বিতীয় তলায় ফ্ল্যাট ভাড়া নিয়েছিল তারা। ফ্ল্যাটটি মূলত একজন ব্যক্তিই ভাড়া নিয়েছিল। কিন্তু দিন দশেক আগে আরও তিনজন সেখানে আসে। তবে পুলিশ সেখানে পৌঁছানোর আগেই তারা সবাই পালিয়ে যায়।

একাধিক সন্দেহভাজনদের ফোনকল ট্যাপ করার সময় দিল্লি পুলিশের স্পেশাল সেল তাদের সন্ধান পায়। আপাতত তাদের শনাক্ত করা গিয়েছে এবং তাদের ছবিও পাওয়া গিয়েছে। তবে তারা কোথা থেকে এসেছিল, তা এখনও জানা যায়নি।

পুলিশের সন্দেহ তারা স্লিপার সেলের অংশ বা বড় কোনও ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। গত মাসে প্রজাতন্ত্র দিবসের আগে গাজীপুর ফুলের বাজার থেকে উদ্ধার হওয়া বিস্ফোরকের সঙ্গে দিল্লিতে পাওয়া বিস্ফোরকের মিল রয়েছে। ফলে পুলিশের অনুমান, এই দুটি ঘটনা একই ব্যক্তির।