ইতিহাস গড়ার পথে কেজরিওয়াল

ইঙ্গিত মিলেছিল বুথ ফেরত সমীক্ষায়। যা বাস্তবায়িত হল ভোট বাক্সে। পঞ্জাবের ক্ষনতা দখল করতে চলছে অরভিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।

Advertisements

পঞ্জাবের একাধিক পুরসভা আগেই দখল করেছিল আপ। এবার বিধানসভার দখল নিতে চলেছে ঝাড়ুর প্রতীকে লড়াই করা প্রার্থীরা।

আর এখানেই রয়েছে চমক। স্বাধীন ভারতের ইতিহাসে কোনও আঞ্চলিক দল একাধিক বিধানসভার দখল নিতে পারেনি। ওই কৃতিত্ব ছিল কেবল কংগ্রেস, বিজেপি। আপ প্রথম দল হিসেবে একাধিক বিধানসভার দখল নিচ্ছে।

Advertisements

দিল্লির পর পাঞ্জাবে আপ সরকার হবার পথে। ভারতে ‘দ্বিতীয় কেজরি’ কে শুরু চর্চা।