পাঁচ রাজ্যের ফলাফলে কংগ্রেস দৌড়চ্ছে শূন্যের দিকে

গণনা চলছে। কংগ্রেসের ঘরে শূন্য ভয় বড় হতে চলল। পাঁচ রাজ্যের কোনটিতেই কি সরকার হবে না? এই প্রশ্নের উত্তরে নিরাশার বেশি। কারণ, উত্তরাখণ্ডেও কংগ্রেসের পক্ষে…

গণনা চলছে। কংগ্রেসের ঘরে শূন্য ভয় বড় হতে চলল। পাঁচ রাজ্যের কোনটিতেই কি সরকার হবে না? এই প্রশ্নের উত্তরে নিরাশার বেশি। কারণ, উত্তরাখণ্ডেও কংগ্রেসের পক্ষে সরকার গড়া কঠিন। আবার তার থেকেও বড়, কোনওভাবে সরকারের ধারে কাছে গেলেও ঘোড়া কেনাবেচার ধাক্কা সামলানো কঠিন।

পাঁচটি রাজ্যের চারটিতে বিজেপি একটি আম আদমি পার্টির দিকেই মোড় নিতে চলল। পাঞ্জাবও হাতছাড়া। ফলে কংগ্রেস শাসিত বড় রাজ্য বলতে ছত্তিসগড় ও রাজস্থান থাকলেও, রাজনৈতিক আলোচনা এই দুই রাজ্যে এবার অপরারেশন লোটাস শুরু করবে বিজেপি। যে কোনও সময় রাজস্থানে কংগ্রেস সরকার ফেলতে মরিয়া হবে বিজেপি।

   

ফলাফল ৪-১ গতিতে এগোচ্ছে। বিজেপির দিকে চার আর আম আদমি পার্টির এক। কংগ্রেসের ঘরে কিছুই আসছে না। এমন ভয়াবহ ধাক্কা আগে পায়নি জাতীয় কংগ্রেস। যদিও মহারাষ্ট্রে জোট সরকারে তারা, আবার গুজরাটে তাদের শক্তি বেড়েছে। কিন্তু হিন্দি বলয়েই কংগ্রেস শূন্য হতে চলল।

লখনউ, দেরাদুন, চন্ডীগড়, পানাজি, ইম্ফল সর্বত্র প্রদেশ কংগ্রেস দফতরগুলি শূনশান হতে চলেছে। মুষড়ে পড়েছেন নেতারা। উত্তর প্রদেশে প্রিয়াঙ্কা গান্ধীকে নামিয়ে চমক দিলেও তাঁর প্রভাব দলের ভোট ব্যাংকে পড়ল না।