Uttar Pradesh: মুচকি হাসি মায়াবতীর, ভোট শতাংশ ধরে রেখে ভাইপোকে দু:খ দিলেন

উত্তর প্রদেশ বিধানসভা ভোটের গণনায় বিজেপি এগিয়ে। দ্বিতীয় সমাজবাদী পার্টি হতে চলেছে। অন্তত বেলা সাড়ে নটা পর্যন্ত হিসেব তেমনই। তবে গণনার মধ্যে আরও একটি নজর,…

উত্তর প্রদেশ বিধানসভা ভোটের গণনায় বিজেপি এগিয়ে। দ্বিতীয় সমাজবাদী পার্টি হতে চলেছে। অন্তত বেলা সাড়ে নটা পর্যন্ত হিসেব তেমনই। তবে গণনার মধ্যে আরও একটি নজর, মায়াবতীর দিকে। তিনি নিজের ভোট শতাংশ ধরে রাখছেন। এর ফল সমাজবাদী পার্টির ঘাড়ে পড়ছে।

বিএসপির ভোট শতাংশ ধরে রাখার ফলে সপা পিছিয়ে পড়ল। ভোটের আগেই জল্পনা ছিল, মায়াবতী ও বিজেপির মধ্যে অলিখিত জোট হয়েছে। ফলাফল বলছে সেই জল্পনা ঠিক। দলিত ভোট মায়াবতীর কব্জায়। তিনি জানিয়েছিলেন সমাজবাদী পার্টিকে ভোট দেবেন না দরকারে বিজেপিকে ভোট দিন।

রাজনৈতিক মহলে উত্তরপ্রদেশে পিসি ভাইপো অর্থাৎ মায়াবতী ও অখিলেশ এভাবেই পরিচিত। তবে রক্তের সম্পর্কে নয়। রাজনৈতিক সম্পর্কে। সেই পিসি পুরনো জোট ভেঙে দিয়ে ভাইপোর জন্য দু:খ টেনে আনলেন। দলিত ভোট কার্যত তাঁর দিকেই গেছে। তিনি ভোট শতাংশে কমকরেও ১৪ শতাংশ ধরে রেখেছেন। বিশ্লেষণে আসছে, এই ফাঁক দিয়ে গলে গেছে বিজেপি

বিএসপির ভোট শতাংশ বিজেপির জন্য সুখদায়ক। সমাজবাদী পার্টির জন্য দুখী হাওয়া।