Karnataka: শিক্ষিকা-ছাত্রের ‘চুম্বনরত’ ছবি দ্রুত গতিতে ভাইরাল

প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের ঘটনা ভাইরাল হতে থাকে। বিনোদন থেকে দেশ বিদেশ কিংবা রাজনীতির কোন ঘটনা। সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়তে সময় লাগে মাত্র এক…

Karnataka teacher-student photoshoot viral

প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের ঘটনা ভাইরাল হতে থাকে। বিনোদন থেকে দেশ বিদেশ কিংবা রাজনীতির কোন ঘটনা। সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়তে সময় লাগে মাত্র এক সেকেন্ড। তীব্র গতিতে হয়ে যায় ভাইরাল। এবার একজন শিক্ষিকা এবং তার ছাত্রের ‘আপত্তিকর’ ছবি দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। ছবি ভাইরাল হতেই সমাজ মাধ্যম-জুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।

ডেকান হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, শিক্ষিকা-ছাত্রের ‘ফটোশুটের’ ঘটনাটি ঘটেছে একটি শিক্ষামূলক সফরের সময়। জানা গিয়েছে শিক্ষিকা মুরুগামল্লার সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মরত। ছবিতে দেখতে পাওয়া ছাত্র ১০ম শ্রেণিতে পড়ে বলে জানা গিয়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, ছাত্র শিক্ষিকাকে জড়িয়ে ধরে চুম্বন করছে। এমনকি একটি ছবিতে দেখা যাচ্ছে ছাত্র শিক্ষিকাকে কোলে তুলে নিয়েছে। ছবির কোলাজটি পোস্ট করেছেন অমিত সিং রাজাওয়াত এক্স (আগের টুইটার) এ।

ছবি শেয়ার করে রাজাওয়াত ক্যাপশনে লিখেছেন, “সমাজ হিসাবে আমরা কোথায় যাচ্ছি? কর্ণাটকের মুরুগামাল্লা চিক্কাবাল্লাপুর জেলায় একটি সরকারি স্কুল শিক্ষিকা্র ১০ শ্রেণির ছাত্রের সঙ্গে একটি রোমান্টিক ফটোশুটের ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে।”

রাজাওয়াত আরও লিখেছেন যে ছাত্রর অভিভাবকরা শিক্ষকের আচরণের পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবিতে ব্লক শিক্ষা অফিসারের (বিইও) কাছে অভিযোগ দায়ের করেছেন। ভাইরাল হওয়া ছবিগুলোতে শিক্ষিকা ও শিক্ষার্থীর পরিচয় প্রকাশ করা হয়নি। পোস্টটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছ থেকে বেশ কয়েকটি প্রতিক্রিয়া আকর্ষণ করেছে।

একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “ছাত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। সে নির্দোষ নয়।” আরেকজন লিখেছেন, “শিক্ষিকা কার্যত তার ছাত্রকে প্রেমের ভঙ্গি তৈরির প্রশিক্ষণ দিচ্ছেন।” একজন ব্যবহারকারী প্রশ্ন করেছেন যে কেন ফটোশুট নিয়ে হৈচৈ হচ্ছে, এতে ভুল কিছু নেই।” ব্যবহারকারী আরও বলেছেন, যদি পদক্ষেপ নিতে হয় তবে “উভয়কেই শাস্তি দেওয়া উচিত”।